এই মাসেই দ্বিতীয় দফা সভাপতির মেয়াদও শেষ হবে নাজমুল হাসান পাপনের। আগে শোনা গিয়েছিল এবার নির্বাচনে নাও লড়তে পারেন তিনি। তবে এবার অবশ্য বললেন লড়বেন। কিন্তু নিজের কোন প্যানেল থাকছে না সপ্তাহ দুয়েক পর হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন।
মঙ্গলবার শেষবারের মতো বৈঠকে বসেছিলেন বিসিবির বর্তমান পরিচালকরা। মিরপুরের শেরেবাংলায় বৈঠক শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানান, এই নির্বাচনে কোনো প্যানেলই থাকছে না তার। পরিচালক পদ সবার জন্য উন্মুক্ত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
নাজমুল হাসান পাপন বলেন, ‘দেখুন, আমার কোনো প্যানেল নাই। যে খুশি দাঁড়াতে পারে। ইলেকশন হবে। যে জিতে আসতে পারে। ওখানে যদি আমি জিতে আসি। তাহলে আমি একজন পরিচালক হয়ে আসবো। এরপর আমার প্রথম আবেদন যেটা থাকবে, আমি সভাপতি হতে চাই না। কিন্তু আমি সমর্থন দেওয়ার জন্য আছি। এরপর কী হয় আমি জানি না।’
মঙ্গলবার বিসিবির এই সভাপতি আরও বলেন, ‘প্রত্যেকবার প্যানেল থাকে, প্যানেল দিলে আর কেউ দাঁড়ায় না। এখন কেউ বলতে পারবে না সে আমার ক্যান্ডিডেট। এগুলো কিছু নাই। আমি আশা করব এবার ইলেকশনটা হোক। আবারও বলে নিচ্ছি এবারের নির্বাচনটা একটু ভিন্ন। আমি আগে থেকেই বলে আসছি আবারও বলছি সাধারণ যে জিনিসিটা হয় আমি মনে প্রাণে বিশ্বাস করি নতুন নতুন আইডিয়াস, নতুন নতুন মাইন্ড যদি না আসে ক্রিকেট বোর্ডে। তাহলে নতুন করার আইডিয়াও আসে না সব একই ধারায় চলতে থাকে। এবার আমি মনে প্রাণে চাচ্ছি নতুন লোকের আসা উচিত।’
নিশ্চিত করেন তিনি কোন প্যানেল করবেন না। পাপন বলেন, ‘আপনাদেরকে বলেছি আজ আবারও কনফার্ম করছি আমার কোনো প্যানেল নেই। যে খুশি দাঁড়াতে পারে, নির্বাচন হবে যে জিতবে সে আসবে। ওইখানে যদি আমি জিতে আসি তাহলে আমি পরিচালক হওয়ার জন্য আসবো। তখন আমার প্রথম আবেদনই থাকবে (যদি আমাকে কেউ বলে) আমি সভাপতি হতে চাই না এখন। আমি তাদের সহায়তা করবো। তারপর কি হবে সেটা জানি না। এটা পরের উপর নির্ভর করবে। কিন্তু প্রথম কথা হচ্ছে আমি তো বোর্ডই জানি না কি হবে।’
যদিও আগে প্যানেল ছিল। পাপন বলেন, ‘প্রত্যেকবার একটা প্যানেল থাকে। প্যানেলটা দিলে হয় কি আর কেউ দাঁড়ায়ই না। অপ্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে। এবার তো প্যানেলেই নাই। এবার তো কেউ বলতে পারবে না যে এ আমার প্রার্থী কিংবা ও আমার প্রার্থী। আমি আশা করবো এবার নির্বাচনটা হোক। আমি যদি এখানে থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে আমি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ এই পদটা নিতে চাইবে না। এটা একটা ভুল জিনিস আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি না। আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তারা চ্যালেঞ্জ গ্রহণ করুক আমি সভাপতি হতে চাই। অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না। কারও জন্য কিছু আটকে থাকে না। আমাদের একটা পাইপলাইন থাকা উচিত নতুন নতুন যারা দায়িত্ব নেবে।’
পাপন মনে করেন বিসিবিতে নেতৃত্বের অভাব নেই। তিনি বলেন, ‘বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। কি কারণে যেন কেউ আসতে চায় না। সবাই পরিচালক হতে চায়। এমন কেউ নেই যে পরিচালক হতে চায় না। সভাপতি পদের কথা বললে আর কেউ নাম বলে না। কেন বলে আমি জানি না। আমি বলছি না আমি সফল হবো কিন্তু আমি চেষ্টা করব এবং চাইবো যে নতুন কেউ আসুক। নতুন কেউ আসলে খুশি হবো। আমি পুরোপুরি সমর্থন দেবো কোন অসুবিধা নেই। যেই আসুক আমি তাদের পূর্ণ সমর্থন দেবো। আমরা যদি হেরেও যাই নতুন যারা আসবে তাদের সমর্থন দেবো। আমাকে যখন যা বলবে তখন তাই করবো। এটা কিন্তু ঠিক না যে এক রকমভাবে চলছে চলবেই। আর কারও ইচ্ছে থাকবে না থাকলে বলবেও না। এই জিনিসটা মনে হয় ঠিক না।’
Discussion about this post