নির্বাচনের প্রস্তুতি, দিনক্ষণ ঠিক এবং নির্বাচন কমিশন গঠনসহ আনুষঙ্গিক কার্যক্রম শুরুর অনুরোধ জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এনএসসির সচিব আহমেদ মোর্শেদ সোমবার বিকেলে সে চিঠি প্রাপ্তির কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন।
তিনি বলেন, বিসিবির চিঠিটি ক্রীড়া পরিষদ চেয়ারম্যান তথা ক্রীড়া প্রতিমন্¿ীর কাছেই পাঠানো হয়েছে। আমি অনুলিপি পেয়েছি। আমরা নির্বাচনের বিষয়ে অবগত হয়েছি। তবে দুয়েক দিনের মধ্যে আমাদের কাজ শুরু হবে বলে মনে হয় না। বিসিবি নির্বাচনের প্রস্তুতির কাজ শুরু করতে করতে ঈদের পর। ঈদের ছুটির আগে হাতে সময় আছে মোটে দু’দিন। আশা করছি ঈদের পর বিসিবি নির্বাচনের আনুষঙ্গিক প্রস্তুতি শুরু হয়ে যাবে।’
Discussion about this post