ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার। কিন্তু এরইমধ্যে তাদের মেয়াদ শেষ হয়েছে। তাই দ্রুতই নতুন নির্বাচক নিয়োগ দেওয়ার কথা ছিল সংস্থাটি। তবে এখনই তেমন কিছু হচ্ছে না। আর তাই ঐ দুজনই বিসিবির পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত নির্বাচকের দায়িত্বে বহাল থাকবেন। এমনটাই জানিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
গেল বিশ্বকাপের পরই নান্নুও বাশারের নির্বাচক পদে মেয়াদ শেষ হয়। তবে তাদের কাজে সন্তুষ্ট হয়ে ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছিল। যদিও করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। সবকিছু ঠিক থাকলে এতোদিনে শেষ হতো বিশ্বকাপ। আর বিশ্বকাপ শেষ মানেই তাদের মেয়াদ শেষ।
যে কারণে প্রশ্ন উঠছে তারা দুজন কি এই দায়িত্বে বহাল থাকবে নাকি নতুন কাউকে দায়িত্ব দেয়া হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘আমাদের সভাপতি বলেছেন যে পরবর্তী আলোচনা না করা পর্যন্ত তারা চালিয়ে যাবেন। বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা না করে সভাপতি একাই কোনো সিদ্ধান্ত নেবেন না। তিনি সুযোগ পেলেই আলোচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন।’
তিনি আরও বলেন, ‘এমন নয় যে তিনি বোর্ড সভা করবেন। তিনি সহপরিচালকদের সঙ্গে আলোচনা করতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন। তারা সাবেক অধিনায়ক এবং তাদের সাফল্য রয়েছে। যে কারণে তারা চালিয়ে যেতে পারেন।’
এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নান্নু ও বাশার নির্বাচক পদে বহাল থাকবেন।’
Discussion about this post