প্রায় ১৫ ঘণ্টা দীর্ঘ ভ্রমণ। করোনার মধ্যে ক্রিকেট সিরিজে খেলতে প্রথমবারের মতো দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দল। ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড পা রাখল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার বিকেল ৫টায় ছেড়েছিল বাংলাদেশ দল। ২৪ ফেব্রুয়ারি, বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চ পৌঁছেছে টাইগাররা।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মঙ্গলবার বিকেল পাঁচটায় ঢাকা ছাড়েন তামিম ইকবালরা। দল ক্রাইস্টচার্চ পৌঁছার খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কিউইদের বিপক্ষে এর আগে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ২৬ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি টাইগাররা। এবার জয়ের স্বপ্ন দেখছে দল। যদিও দলে নেই তারকা সাকিব আল হাসান। স্ত্রী সন্তানসম্ভবা। এ কারণেই ছুটি চেয়েছেন তিনি। বোর্ড তার ছুটিও মঞ্জুর করেছে।
তারপরও আশাবাদী ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ‘দেখুন, আমরা সবাই জানি যে নিউজিল্যান্ড কন্ডিশন আমাদের জন্য কঠিন। কিন্তু অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করব যে জিনিসটা নিউজিল্যান্ডে কোনোদিন অর্জন করিনি, এবার সেটা অর্জন করতে পারি। আমরা আশাবাদী।’
সফরে ৩টি ওয়ানডের পর ৩টি টি-টুয়েন্টি খেলবে সফরকারীরা। ওয়ানডে ৩টি ২০, ২৩ ও ২৬ মার্চ। প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়, পরেরটি সকাল ৭টায়। শেষ ওয়ানডে শুরু ভোর ৪টায়। তারপরই তিনটি টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম টি-টোয়েন্টি শুরু বাংলাদেশ সময় সকাল ৭টায়। পরের দুটি হবে দুপুর ১২টায়।
পর্যবেক্ষক হিসেবে নিউজিল্যান্ডে দলের সঙ্গে আছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
কিউই সফরে বাংলাদেশ দল-
তামিম ইকবাল খান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহাদী হাসান ও নাসুম আহমেদ।
Discussion about this post