ক্রিকবিডি২৪.কম ডেস্ক
পাকিস্তান ক্রিকেটে এ যেন বিরা মেঘে বজ্রপাত! সময়ের ঘড়ি বলছে ১৮ বছর পর নিউজিল্যান্ড দল খেলতে গিয়েছিল পাকিস্তানে। কিন্তু দেশটিতে নিজেদের নিরাপত্তা-শঙ্কার কথা তুলে ধরে সফর বাতিল করল ব্ল্যাকক্যাপসরা। প্রথম ওয়ানডে ম্যাচটি খেলার আগে নিউজিল্যান্ড ক্রিকেট শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানাল, নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে খেলতে পারছে না তারা।
অথচ তিনটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ থেকে কিউইরা উড়ে গিয়েছিল পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে শুক্রবারই শুরুর কথা ছিল প্রথম ওয়ানডে। এরমধ্যে এদিন সকালে কোনো দলই তাদের হোটেল রুম ছাড়েনি।
তারপরই চলছিল নানা আলোচনা। এক পর্যায়ে নিউজিল্যান্ড ক্রিকেট বিবৃতিতে বিস্তারিত জানাবে। পাকিস্তানে নিরাপত্তা নিয়ে নিউজিল্যান্ড সরকারের শঙ্কার মাত্রা বাড়তে থাকে। এরপরই নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শের পরই আসে সিরিজটি পরিত্যক্তের ঘোষণা।
নিরাপত্তা হুমকি নিয়ে আর দলের পাকিস্তান ছাড়ার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করবে না বলে বিবৃতিতে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘বুঝতে পারছি, এটা পিসিবির জন্য বড় একটি ধাক্কা, যারা দারুণ আয়োজক। তবে খেলোয়াড়ের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা বিশ্বাস করি, এটাই একমাত্র বিকল্প পথ।’
১১ সেপ্টেম্বর পাকিস্তানে পা রাখে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তখন নিরাপত্তা দলের সবুজ সংকেত পায় তারা। তিনটি ট্রেনিং সেশন করে কিউইরা। মনে হচ্ছিল ১৮ বছর পর পাকিস্তানে খেলতে নামবে। শেষবার ২০০৩ সালের পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নেমেছিল তারা।
এদিকে সফর আচমকা বাতিলে থমকে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ২০০৯ সালে লাহোরে সফরকারী শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট হয়নি তাদের দেশে। নিরপেক্ষ ভেন্যুতে ‘হোম সিরিজ’ খেলে ক্লান্ত ছিল তারা। এবার যখন তাদের দেশে ক্রিকেট ফেরার পথ তৈরি হয়েছে তখন কীনা এমন ছন্দপতন!
পাকিস্তানের প্রধান মন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানও মন গলাতে পারেননি নিউজিল্যান্ডের। শুক্রবার সিরিজ পিসিবি অফিসিয়াল বার্তায় বলে, ‘আজ সকালে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা পাওয়ার কথা আমাদের জানায় এবং এরপর তারা একতরফাভাবে সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নেয়। যদিও পিসিবি ও পাকিস্তান সরকার সফরকারী প্রতিটি দলের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে। নিউজিল্যান্ডকে আশ্বস্ত করেছিলাম, তাদের জন্যও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের প্রধান মন্ত্রী ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলেন। জানিয়ে দেন আমাদের বিশ্বের অন্যতম সেরা একটি গোয়েন্দা ব্যবস্থা রয়েছে। কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই সফরকারী দলের জন্য।’
এতোসব কিছুর পর সিরিজ বাতিলে হতাশ পাকিস্তান। অনেকে বলছেন পাকিস্তানে ফের আন্তর্জাতিক ক্রিকেট খেলা শঙ্কায় পড়ল।
Discussion about this post