নিদহাস ট্রফিতে খেলতে শ্রীলঙ্কার পথে রোববারই দেশ ছাড়ার কথা বাংলাদেশের। তার আগে জানা গেল ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তার বদলে দলে জায়গা পেলেন লিটন কুমার দাস।
এর আগে বলা হচ্ছিল এই টি-টুয়েন্টি টুর্নামেন্টে এক-দুই ম্যাচ পরই পাওয়া যাবে সাকিবকে। কিন্তু শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নিশ্চিত করে আঙুলের চোটে শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়কের। এ অবস্থায় নেতৃত্বে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে টাইগার স্কোয়াডে জায়গা পেয়েছিলেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার টি-টুয়েন্টি অধিনায়ক ছিটকে যাওয়ায় ফিরলেন লিটন। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ফিল্ডিং করার পর আঙুলের ইনজুরিতে পড়েন সাকিব। এরপর থাইল্যান্ডে অর্থোপেডিক বিশেষজ্ঞ দেখানোর পর নিশ্চিত হয় মাঠে ফিরতে তাকে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ। প্রতিপক্ষ ভারত। তার আগে অবশ্য ৬ মার্চ শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে পর্দা উঠবে নিদাহাস ট্রফির।
১৬ সদস্যের বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক) তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস।
Discussion about this post