মঙ্গলবার সন্ধ্যা সাড়ে শুরু হচ্ছে নিদাহাস ট্রফির দ্বিতীয় আসর। ২০ ওভারের এই টুর্নামেন্টে এবার স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও অংশ নেবে ভারত ও বাংলাদেশ। এর আগে সেই ১৯৯৮ সালে অনুষ্ঠিত প্রথম আসর। যেখানে শ্রীলঙ্কা ছাড়াও ছিল নিউজিল্যান্ড ও ভারত। ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে তখন সৌরভ গাঙ্গুলি ও শচীন টেন্ডুলকারের রেকর্ড রানের জুটিতে চ্যাম্পিয়ন হয় ভারত।
অনেকেরই মনে প্রশ্ন এই ‘নিদাহাস’ শব্দের অর্থ কি? কেন ২০ বছর পর আবারো হচ্ছে এই টুর্নামেন্ট?
এবার জানুন- ‘নিদাহাস’ শব্দের অর্থ , হল স্বাধীনতা। মূলত নিদাহাস একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ফ্রিডম। নিদাহাস ট্রফির বাংলা দাঁড়ায় ‘স্বাধীনতা কাপ’।
ইতিহাসে চোখ রাখলে দেখা যায় এই টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে আছে তাদের দেশপ্রেম। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার স্বাদ পাওয়ার আনন্দ উদযাপনের টুর্নামেন্ট যেন এটি। ১৯৪৮ সালের ৪ ফেব্রুয়ারী ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায় শ্রীলঙ্কা। দেশটির স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে হচ্ছে ক্রিকেট আসর।
প্রতি বছর ৪ ফেব্রুয়ারি দ্বীপ রাষ্ট্রটি তাদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। এর আগে ১৯৯৮ সালে ছিল শ্রীলঙ্কার স্বাধীনতার ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তীতে আয়োজন করে নিদহাস ট্রফি।
টুর্নামেন্টে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার প্রতিপক্ষ ভারত।
নিদাহাস ট্রফির ফিকশ্চার
৬ মার্চ : শ্রীলঙ্কা বনাম ভারত
৮ মার্চ : বাংলাদেশ বনাম ভারত
১০ মার্চ : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১২ মার্চ : শ্রীলঙ্কা বনাম ভারত
১৪ মার্চ : বাংলাদেশ বনাম ভারত
১৬ মার্চ : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৮ মার্চ : ফাইনাল
#প্রতিটি ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। ম্যাচগুলো হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
Discussion about this post