জাতীয় দলে জায়গা পাওয়া বা বাদ পড়া নিয়ে একটুও বিচলিত নন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। বরং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে যাওয়া এই ক্রিকেটার বিশ্বাস করেন, যার প্রাপ্য, সেই-ই সুযোগ পাবে জাতীয় দলে।
আজ বুধবার ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘কেউ আমার প্রতিদ্বন্দ্বী- এভাবে দেখি না। আমার মনে হয়, যে ভালো, যে ডিজার্ভ করে, সেই জাতীয় দলে যাবে। আমার প্রতিযোগিতা আমার নিজের সাথেই।’
নির্বাচকদের ভাবনা নিয়ে মাথা ঘামাতে নারাজ সোহান। বরং তিনি মনোযোগ দিতে চান কেবল মাঠের পারফরম্যান্সে। বলেন, ‘আমি সামনের টুর্নামেন্টেই ফোকাস করি। যেহেতু অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছি, আমার পুরো মনোযোগ এখানেই। কাজ একটাই-মাঠে নিজের সেরাটা দেওয়া। কোনো সময় হয়, কোনো সময় হয় না, কিন্তু আমি চেষ্টা করি নিজের জায়গা থেকে শতভাগ দেওয়ার।’
সদা ইতিবাচক মনোভাবের সোহান ভাগ্যকেও মেনে নেন বাস্তবতার অংশ হিসেবে, ‘আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তিনি যতটুকু লিখে রেখেছেন, ততটুকুই হবে। এটা নিয়ে কথা বলাও ঠিক না মনে করি। যখনই সুযোগ পাই, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
Discussion about this post