ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিজেকে ফিরে পেতে সময় নিলেন না তিনি। সিরিজের প্রথম ওয়ানডেতে চটজলদি ফিরলেও এবার তিনি তিন অঙ্কের ম্যাজিকেল ফিগারে। নিগার সুলতানা তুলে নিলেন সেঞ্চুরি। তার দাপটেই দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে দ্বিতীয় ওয়ানডেতে অনায়াসে হারাল বাংলাদেশ ইমার্জিং নারী দল।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগ্রেসরা জিতেছে ৭ উইকেটে। ১৯৭ রানের টার্গেট দল টপকে গেছে ২৭ বল বাকি থাকতেই। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।
দল এই সহজ জয় পায় নিগারের অপরাজিত ১০১ রানের ইনিংসে। অধিনায়ক ১৩৫ বলে ১১টি বাউন্ডারিতে সাজান তার শতক। রুমানা আহমেদ অপরাজিত ছিলেন ৪৫ রানে।
এর আগে বল হাতে দাপট দেখান রিতু মনি ও নাহিদা আক্তার। দুজনই নেন তিনটি করে উইকেট। টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকাকে পথ দেখাচ্ছিলেন অ্যান্ড্রি স্টেইন ও রবিন সিরলি। ৮৬ বলে ফিফটি করেন স্টেইন। ৭ চারে ৮০ রান করে আউট স্টেইন।
জবাবে নেমে শুরুতেই আউট শামিমা সুলতানা। মুর্শিদা খাতুনও চটজলদি ফেরেন। ২১ রান আউট। ফারজানা হক ১৫। এরপর নিগার ৮১ বলে তুলে নেন ফিফটিতে। পরের পঞ্চাশ ৫২ বলে। ১৩৩ বলে তুলেন শতক। দল পায় সহজ জয়।
৮ এপ্রিল সিলেটের মাঠেই তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মেয়েরা।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল: ৫০ ওভারে ১৯৬/৮ (স্টেইন ৮০, সিরলি ৭, সাঙ্গাস ৪, ক্রিস্টি ০, বোস ৪২, ফে ১৫, সিনালো ৭, জোন্স ১৬*, অ্যান্ড্রুস ৪, উইন্সটার ০; সালমা ১০-২-২৩-১, তৃষ্ণা ৪-০-১২-০, সানজিদা ৬-০-২৭-০, জাহানারা ৭-০-৩৯-০, নাহিদা ১০-০-৩৫-৩, রিতু ৮-১-২৫-৩, রুমানা ৫-০-২৮-০)।
বাংলাদেশ ইমার্জিং নারী দল: ৪৫.৩ ওভারে ১৯৭/৩ (মুর্শিদা ২১, শামিমা ৭, নিগার ১০১*, ফারজানা ১৫, রুমানা ৪৫*; মাথে ৫-০-৩৬-১, জোন্স ৮-০-৩৭-০, অ্যান্ড্রুস ৮.৩-১-৩৩-১, বোস ৭-০-৩১-১, সাঙ্গাস ৬-০-২৮-০, উইন্সটার ১০-২-২৪-০)।
ফল: বাংলাদেশ ইমার্জিং নারী দল ৭ উইকেটে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচসেরা: নিগার সুলতানা।
Discussion about this post