লাহোরে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে দুরন্ত পারফরম্যান্সে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানার ঝলমলে ইনিংস ও নাহিদা আক্তারের ঘূর্ণিজাদুতে ম্যাচে আধিপত্য দেখায় টাইগ্রেসরা। এ জয়ে তিন ম্যাচে তিনটি জয়ের মাধ্যমে শীর্ষে উঠে গেছে বাংলাদেশ, যা তাদের বিশ্বকাপ মূল পর্বে খেলার সম্ভাবনাকে এক ধাপ এগিয়ে দিয়েছে।
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৭৬ রান তোলে বাংলাদেশ, যা ওয়ানডেতে তাদের সর্বোচ্চ দলীয় স্কোর। ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নিগার সুলতানা, খেলেন ৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস। তাঁর সঙ্গে ফারজানা হক ও শারমিন আক্তার দুজনেই করেন ৫৭ রান করে। ফলে শুরু থেকেই স্কটিশদের চাপে ফেলতে সক্ষম হয় দলটি।
জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের শুরুটা হয় হতাশাজনক। দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ আনে বাংলাদেশ। মারুফা আক্তার ও নাহিদা আক্তারের বোলিংয়ে স্কটিশরা ব্যাকফুটে চলে যায়। যদিও প্রিয়ানাজ চ্যাটার্জি ও রাচেল স্ল্যাটার দুর্দান্ত জুটি গড়ে ম্যাচে লড়াইয়ে ফেরেন, তাদের জুটি বিশ্বকাপ বাছাইয়ে একটি নতুন রেকর্ডও স্থাপন করে। কিন্তু শেষ পর্যন্ত ২৪২ রানের বেশি করতে পারেনি তারা।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার নেন ৪ উইকেট, মারুফা, সুমনা ও রাবেয়া পান ১টি করে উইকেট।
এই জয় বাংলাদেশের টানা তৃতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের শীর্ষে। পরবর্তী দুই ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানাদের। এমনকি রান রেট ভালো থাকায় পরের ম্যাচগুলোতে হেরে গেলেও সুযোগ থাকবে তাদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৭৬/৬ (নিগার ৮৩, শারমিন ৫৭, ফারজানা ৫৭)
স্কটল্যান্ড: ২৪২/৯ (চ্যাটার্জি ৬১, স্ল্যাটার ৬৩; নাহিদা ৪ উইকেট)
ফল: বাংলাদেশ জয়ী ৩৪ রানে
প্লেয়ার অব দ্য ম্যাচ: নিগার সুলতানা
Discussion about this post