চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বুধবার দেখেশুনে ধৈর্য নিয়ে খেলেছে নিউজিল্যান্ড। কিউইরা দিন শেষে ১ম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২৮০ রান তুলেছে। ১১৪ রান করে সাকিব আল হাসানের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফিরেছেন কেন উইলিয়ামসন। টেস্টে নিজের চতুর্থ সেঞ্চুরির মালিক হলেন চট্টগ্রামে। স্লো এবং লো-বাউন্সের উইকেটে কিভাবে ব্যাট করতে হয় উইলিয়ামসস সেটা বেশ বুঝিয়ে দিলেন! সেঞ্চুরি পেতে পারতেন ফুলটনও। নাসির হোসেনের যে বলে তিনি আউট হলেন সেটা শুধু নাসিরের নয়-সম্ভবত দিনের সবচেয়ে বাজে বল! অথচ সেই বলে একটু বেশি জোরে চালাতে গিয়ে কাভারে ক্যাচ দিয়ে ৭৩ রানে ফিরলেন কিউই ওপেনার।
৩৪ রান করে আউট হয়েছেন ওপেনার হামিশ রদারফোর্ড, রস টেলর ফিরেন ২৮ রানে, ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে আসে ২১ রান।
আগের সন্ধ্যার বৃষ্টিতে বুধবার সকালে যথাসময়ে খেলা শুরু হয় কিনা-তা নিয়ে খানিকটা শঙ্কা ছিল। কিন্তু সকালে ঝলমলো আকাশ সেই আশঙ্কা উড়িয়ে দেয়। যথাসময়ে খেলা শুরু হয়।
সকালে টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ব্যাটিং বেছে নেন। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নতুন উইকেট কেমন আচরণ করে তা নিয়ে উভয় দল কিছুটা দোলাচলে ছিল। তবে ম্যাচের প্রথমদিনের প্রথম সেশন জানাচ্ছে-আপাতত পুরোপুরি সহজ ব্যাটিং উইকেট এটা। স্পিনাররা খানিকটা টার্ন পাচ্ছেন। তবে সেটা ব্যাটসম্যানদের তেমন সমস্যায় ফেলছে না।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মার্শাল আইয়ুব, নাসির হোসেন, রুবেল হোসেন, মমিনুল হক, রবিউল ইসলাম, সোহাগ গাজী এবং আবদুর রাজ্জাক।
নিউজিল্যান্ড দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, পিটার ফুলটন, ব্রুস মার্টিন, হ্যামিশ রাদারফোর্ড, ইশ সোদি, রস টেলর, বিজে ওয়াটলিং এবং কেন উইলিয়ামসন।
http://youtu.be/UtFg_JRYFS4
Discussion about this post