ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস না কমলেও সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এ মাসেই জমবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লড়াই! সবকিছু ঠিক থাকলে আগামী মাসে বাংলাদেশ দলও ফিরবে ক্রিকেটে। শ্রীলঙ্কার সঙ্গে শুরু হবে তিন টেস্টের সিরিজ। করোনার কারণেই এই সিরিজটি আটকে ছিল।
এমনিতে প্রাণঘাতি এই ভাইরাস সংক্রমণের কারণে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ স্থগিত হয়ে আছে। একইসঙ্গে স্থগিত ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে চারটি টেস্ট আর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে লিগের তিনটি ম্যাচ। এবার জানা গেল- নিউজিল্যান্ড সফরটি হওয়ার কথা আগামী বছরের আগস্ট–সেপ্টেম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরমধ্যে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন আগামী বছরের মাঝামাঝি সিরিজ আয়োজন করা নিয়ে নিউজিল্যান্ডের বোর্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী মঙ্গলবার গণমাধ্যমে বলছিলেন, ‘আপনারা জানেন আমাদের ৪ টা সিরিজ স্থগিত হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারিনি আমরা। এর বাইরে একটি টেস্ট বাকি পাকিস্তানে। এটা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে ঠিক করব।’
নিউজিল্যান্ডের সঙ্গে দেশের মাঠে অনুষ্ঠেয় সিরিজ নিয়ে নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আমাদের একটা বোঝাপড়া হয়েছে। আগামী বছর মাঝামাঝি সময়ে আমরা সিরিজটি নিশ্চিত করব। শ্রীলঙ্কার সাথে সিরিজটিতো চূড়ান্ত হয়েছে। এর বাইরে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথেও আলাপ আলোচনা চলছে আমাদের।
এরইমধ্যে ফেব্রুয়ারিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর এর মধ্যেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। নিজা উদ্দিন চৌধুরী মঙ্গলবার মিরপুরের শেরেবাংলায় বললেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে চারটি সিরিজের কথা বলেছে, তার মধ্যে আমাদেরও একটি সফর রয়েছে নিউজিল্যান্ডে। এটি সামনের বছর ফেব্রুয়ারির দিকে হবে, সেভাবেই পরিকল্পনা আছে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আইসিসি ওয়ানডে লিগের অন্তর্ভুক্ত। এ কারণে এটিও একটা সময় হয়ে যাবে। তবে অনিশ্চয়তায় আছে অস্ট্রেলিয়া সিরিজ। অস্ট্রেলিয়ার মতো একটা বড় দলের ফাঁকা সময়ের ব্যাপার থাকছে বলেই শঙ্কা বাড়ছে!
Discussion about this post