ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আসছে ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সিরিজে বাংলাদেশের সঙ্গে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। তার জন্য বৃহস্পতিবার বিকালে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই দলে সংগতভাবেই দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। তবে দল থেকে বাদ পড়লেন মোহাম্মদ মিঠুন।
নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি ১ সেপ্টেম্বর। পরেরটি ৩ সেপ্টেম্বর। শেষ তিনটি যথাক্রমে ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এই সফরের সূচি চূড়ান্ত হয়েছে আগেই। গত সোমবার জানা যায় মিরপুরের শেরেবাংলায় প্রতিটি ম্যাচই শুরু হবে বিকেল ৪টায়।
এদিকে এখন কঠোর লকডাউন শুরু হয়েছে নিউজিল্যান্ডে। ছয় মাসে প্রথম কোভিড রোগী শনাক্ত হওয়ার পর দেশব্যাপী সতর্কতা লেভেল-৪ ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিউজিল্যান্ড সরকারের এই সিদ্ধান্তে তাদের ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সংশয় তৈরি হওয়া স্বাভাবিক। বিষয়টি নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে আলোচনা করেছে বিসিবি। সফর নিয়ে নেই কোন শঙ্কা।
বাংলাদেশ দল-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, কাজী নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।
Discussion about this post