ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হবে হবে করেই শেষ পর্যন্ত আবারও স্থগিত হয়ে গেল বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। তাই কিছুটা স্থবির দেশের ক্রিকেট। ঠিক এমন এক সময়ে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সুখবর দিল ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। আগামী বছরের মার্চে নিউজিল্যান্ড সফরের শুরুটা বাংলাদেশ করবে ওয়ানডে দিয়ে। এরপর সেখানে সফরকারীরা খেলবে টি-টোয়েন্টি।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। আসছে গ্রীষ্মের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি মঙ্গলবার প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়া এই গ্রীষ্মে যাবে নিউজিল্যান্ড সফরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে কিউই গ্রীষ্মের আন্তর্জাতিক ব্যস্ততা।
ডানেডিনে আগামী ১৩ মার্চ বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলবে। পরের দুই ওয়ানডে ১৭ ও ২০ মার্চ ক্রাইস্টচার্চে ও ওয়েলিংটনে। এরপর ২৩ মার্চ নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ২৬ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি অকল্যান্ডে। আর শেষ টি-টোয়েন্টি ২৮ মার্চ হ্যামিল্টনে।
আগামী ২৭ নভেম্বর শুরু হবে অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে কিউইদের আন্তর্জাতিক মৌসুম। ওই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে দুই দল। এরপর ডিসেম্বর-জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ফেব্রুয়ারি-মার্চে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের প্রতিপক্ষ তাসমান সাগরের ওপারের দেশ অস্ট্রেলিয়া। এরপরই বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে কিউইরা। ব্যাপারটি মঙ্গলবার নিশ্চিত করেছে কিউই বোর্ড।
Discussion about this post