বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। এইতো দিন কয়েক আগে নাজমুল হোসেন শান্ত’র দল মাত্র ৯৮ রানে নিউজিল্যান্ডকে উড়িয়ে ৯ উইকেটে বড় জয় তুলে নিয়েছে। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার টি-টুয়েন্টি সিরিজের লড়াই। যার প্রথম ম্যাচ বুধবার দুপুরে।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে নামবে বাংলাদেশ দল। এখানেই তো ওয়ানডে ম্যাচ জিতলেন নাজমুল হোসেন শান্তরা। অবশ্য ২০১০ থেকে গত বছর অব্দি নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৯ টি-টুয়েন্টি খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। তবে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, ‘এটি বিশ্বকাপের প্রস্তুতির শুরু। সবাই সিরিজ খেলতে মুখিয়ে আছে, আশা করি, সবাই ভালো করবে।’
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আগামী ৩ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই ফরম্যাটে ১১টি ম্যাচ খেলবে বাংলাদেশ। কোচ চন্ডিকা হাথুরুসিংহে যেমনটা বলেছেন, ‘আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপের দিকে নজর রাখতে চাই। আমরা এখান থেকেই আমাদের পরিকল্পনাটা করতে চাই। এখন থেকে আমরা ১১টি ম্যাচ খেলতে পারব, বিপিএলও আছে।’
বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে কিউইদের স্থানীয় সময় অনুযায়ী দিবাত্রিতে। বাংলাদেশ সময় অনুযায়ী প্রথম দুটি ম্যাচ শুরু হবে দুপুর ১২টা ১০ মিনিটে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ সকাল ৬টায়।
বাংলাদেশের টি-টুয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
টি-টুয়েন্টি সিরিজের সময় সূচি
তারিখ ম্যাচ ভেন্যু সময়
২৭ ডিসেম্বর (বুধবার) প্রথম টি-২০ ম্যাকলিন পার্ক, নেপিয়ার দুপুর ১২ টা ১০ মিনিট
২৯ ডিসেম্বর (শুক্রবার) দ্বিতীয় টি-২০ বে ওভাল, মাউন্ট মঙ্গানুই দুপুর ১২ টা ১০ মিনিট
৩১ ডিসেম্বর (রোববার) তৃতীয় টি-২০ বে ওভাল, মাউন্ট মঙ্গানুই সকাল ৬টা
Discussion about this post