ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সিরিজ জয় আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। যে কারণে কিছুটা খোজ মেজাজে ছিল আকবর আলীর দল। সে সুযোগে চতুর্থ ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। তবে সিরিজের শেষ ম্যাচে আর স্বাগতিকদের কোন ছাড় দেয়নি সফরকারীরা। ঠিকই ব্যাটে-বলে ঝড় তুলে দাপটে জয়ে সফর শেষ করেছে জুনিয়র টাইগাররা।
পঞ্চম ও শেষ ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে প্রতিপক্ষকে হারিয়েছে টাইগার যুবারা। এর ফলে কিউই সফর তারা শেষ করল ৪-১ ব্যবধানে জিতে।
রবিবার লিঙ্কনে সিরিজের ৫ম ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড যুবাদের ৭৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এদিন আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসান (৭১), পারভেজ হোসেন ইমন (৪৮), শাহদাত হোসেন (৪৮) ও অভিষেক দাসের (৪৮) দাসের নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে টাইগার যুবারা করে ৮ উইকেটে ৩১৬ রান। পরে বল হাতে শরিফুল ইসলাসের (৫/৪৩) তোপে কিউইদের ৪৩.৪ ওভারে মাত্র ২৪৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ ও পারভেজের নৈপুণ্যে ১৯ ওভারে ১২০ রানের দারুণ শুরু পায় বাংলাদেশ। এরমধ্যে ৫৯ বলে ১১ চার ও ২ ছয়ে ৭১ রান ছিল। ১৬তম ওভারে করা ডিকসনের বলে এ তরুণ ক্যাচ হয়ে ফেরেন সাজঘরে। এর কিছুক্ষণ পরই ক্লাকের স্বীকার হয়ে ফেরেন পারভেজও। তার আগে তার ব্যাট থেকে আসে ৫৫ বলে ৮ চারে ৫৫ রান।
অল্প সময়ের ব্যবধানে দুই ওপেনার ফিরলে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। যা আরও বাড়িয়ে দেন সতীর্থরা। তবে হাল ধরেন শাহদাত। এ ডানহাতিকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক আকবর আলি ও অভিষেক। তাদের ছোট ছোট জুটিতে শেষ পর্যন্ত প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্যমাত্রা দেয় জুনিয়র টাইগাররা।
রবিবার কিউইদের শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশি পেসার শরিফুল। প্রথম বলেই তানজিদ হাসান তামিমের ক্যাচে এ পেসার ফেরান হোয়াইটকে। ৭ম ওভারে আবার আঘাত হানেন শরিফুল। ১৮ রান করা অপর ওপেনার পোমারে ক্যাচ দেন আকবর আলিকে। ৯ম ওভারে নিজের তৃতীয় শিকার তুলে নেন শরিফুল। ৬ রান করে ক্লার্ক ফেরেন আকবর আলিকে ক্যাচ দিয়ে।
চতুর্থ উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন লেলম্যান ও অধিনায়ক তাশকফ। মারমুখী লেলম্যানকে ফিরিয়ে স্বস্তি ফেরান তানজিম হাসান সাকিব। ৪৬ বলে ৭ চার ও ২ ছয়ে ৫৬ রান করেন লেলম্যান। তার বিদায়ের পর তাশকফকেও দ্রুত ফেরায় জুনিয়র টাইগাররা। ৪২ বলে ৪ চারে ৩৯ রান করে অভিষেক দাসের বলে এলবিডব্লিউ হন তিনি।
শেষ দিকে অবশ্য কিছুটা ম্যাকেঞ্জি ও সান্ডের প্রতিরোধের মুখে পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত তাদের ৫৭ রানের জুটি ভাঙেন রাকিবুল ৪৭ রান করা ম্যাকেঞ্জিকে ফিরিয়ে। শেষমেশ ৪৩.৪ ওভারে ২৪৩ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশের সেরা বোলার শরিফুল। এ পেসার ৫ উইকেট নিয়েছেন মাত্র ৪৩ রানের বিনিময়ে। এদিকে ২ উইকেট পকেটে পুরেছেন রাকিবুল হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল : ৩১৬/৮ (৫০), তানজিদ হাসান তামিম ৭১, পারভেজ হোসেন ইমন ৪৮, মাহমুদুল হাসান জয় ১৫, তৌহিদ হৃদয় ৮, শাহাদত হোসেন ৪৮, আকবর আলি ১৪, শামীম হোসেন ৮, তানজিম হাসান সাকিব ১০, অভিষেক দাস ৪৮*, রাকিবুল হাসান ১৩*; ক্লার্ক ৬০/১, জ্যাকসন ৭৩/১, তাশকফ ৫৩/১, ডিকসন ৬৬/১, প্রিঙ্গল ৪৮/১, লেলম্যান ১২/২)।
নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দল : ২৪৩/১০ (৪৩.৪), লেলম্যান ৫৬, ম্যাকেঞ্জি ৪৭, তাশকফ ৩৯; শরিফুল ৮.৪-১-৪৩-৫, তানজিম ৭-১-৩৮-১, অভিষেক ৯-০-৫৮-১, রাকিবুল ১০-০-৫৫-২, শামীম ৮-০-৩৬-১)।
Discussion about this post