ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই। তাও আবার নিউজিল্যান্ডেরই মাঠে। যেখানে জয় সোনার হরিণ হয়েই আছে টাইগারদের। এইতো দু’দিন আগেই দেশটিতে পা রেখেছেন মুশফিকুর রহিমরা। দল ৩ ম্যাচের সমান ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে।
আপাতত ৭ দিনের হোটেলবন্দি কোয়ারেন্টাইন চলছে। এরমধ্যে ২৫ ফেব্রুয়ারি, প্রথম করোনা পরীক্ষার নমুনা দিয়েছিল বাংলাদেশ দল। শুক্রবার জানা গেল সুখবর- সবাই নেগেটিভ।
নিউজিল্যান্ডে দেশটির সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে কোয়ারেন্টাইনে রয়েছে বাংলাদেশ দল। নিয়ম অনুযায়ী হোটেলবন্দি ৭ দিনের কোয়ারেন্টাইনে প্রথম করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে কিছু সময়ের জন্য হোটেল রুম থেকে বের হতে পারবেন ক্রিকেটাররা। ফল পেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের সদস্য তাসকিন আহমেদ দুটি ছবি পোষ্ট করলেন।
এদিকে নিউজিল্যান্ডে পা রেখে হোটেল বন্দি সময় কাটালেও ফিটনেস নিয়ে কাজ শুরু করেন মুশফিকুর রহিম। একটি ভিডিও ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে শেয়ার করেছেন এই টাইগার ক্রিকেটার। সেই ভিডিওতে দেখা যায় দেয়ালে টাঙানো একটি ফিটনেস তালিকা।
মুশফিক লিখেছেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, রুম কোয়ারেন্টাইনের মধ্যেও শরীরচর্চার সঙ্গে কোনো আপস নয়।’ আসলে মুশি এমনই। পরিশ্রমে কোন কমতি নেই।
Discussion about this post