স্বপ্নের মতো সময় কাটছে বাংলাদেশ দলের। আগের ম্যাচেই ওয়ানডেতে জয় তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয়! এবার আরও একটা ইতিহাস। বুধবার নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৫ উইকেটে হারাল বাংলাদেশ। এই প্রথম কিউইদের বিপক্ষে তাদের মাঠে ধরা দিল ২০ ওভারের ম্যাচে জয়!
এদিন দিবা-রাত্রির ম্যাচে কিউইদের করা ১৩৪ রান ৮ বল আগেই টপকে যায় নাজমুল হোসেন শান্তর দল। ৩৬ বলে ৪২ রানে অপরাজিত থাকেন লিটন কুমার দাস। ২৫ বলে ৪০ রানের জুটিতে তাকে সঙ্গ দিয়ে ১৬ বলে ১৯ করেন বোলিংয়ে ২ উইকেট নেওয়া শেখ মেহেদী। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচেরসেরা তিনিই!
টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের মাঠে স্বাগতিকদের বিপক্ষে দশম ও সব মিলিয়ে দ্বাদশ ম্যাচে বাংলাদেশের প্রথম জয় এটি। দশম ম্যাচে এসে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো ২০ ওভারের ম্যাচে হারাল বাংলাদেশ।
নিউজিল্যান্ডের করা ১৩৪ রান ৫ উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ দল। ২ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন লিটন। মেহেদি করেন ১টি করে চার-ছক্কায় ১৬ বলে ১৯।
টস জেতার পর থেকেই দাপট ছিল বাংলাদেশের। নতুন বলে মেহেদি, শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২০ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। তারপর জিমি নিশাম ২৯ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। শরিফুল তুলেন ৩ উইকেট। মেহেদি ও মুস্তাফিজুর রহমান নেন ২টি করে উইকেট।
জবাবে নেমে রনি তালুকদার, নাজমুল হোসেন শান্তরা ফেরেন পাওয়ার প্লেতে। তবে দারুণ লড়েন লিটন। প্রথম ২৮ বলে স্রেফ ২২ রানে ছিলেন তিনি। পরের ৮ বলে নেন ২০ রান। তবে প্রায় ১৬ মাস পর ২০ ওভারের ক্রিকেটে ফিরে নায়ক মেহেদি। কিপটে বোলিংয়ে ১৪ রানে ২ উইকেটের পর অপরাজিত ১৯ রান।
গেল বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে প্রথম টেস্ট জেতে বাংলাদেশ। এবার স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি জয়। এই জয়ে এখন তিন সংস্করণেই নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের চক্র পূর্ণ হলো বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৯ (অ্যালেন ১, সাইফার্ট ০, মিচেল ১৪, ফিলিপস ০, চ্যাপম্যান ১৯, নিশাম ৪৮, স্যান্টনার ২৩, মিল্ন ১৬*, সাউদি ৮, সোধি ২, সিয়ার্স ১*; মেহেদি ৪-০-১৪-২, শরিফুল ৪-০-২৬-৩, তানজিম ৪-০-৪৫-১, মুস্তাফিজ ৪-০-১৫-২, রিশাদ ৩-০-২৪-১, আফিফ ১-০-৯-০)
বাংলাদেশ: ১৮.৪ ওভারে ১৩৭/৫ (লিটন ৪২*, রনি ১০, শান্ত ১৯, সৌম্য ২২, হৃদয় ১৯, আফিফ ১, মেহেদি ১৯*; সাউদি ৪-০-১৬-১, মিল্ন ৩.৪-০-৩৯-১, নিশাম ১-০-৭-১, সিয়ার্স ৪-০-৩৬-১, সোধি ২-০-২০-০, স্যান্টনার ৪-০-১৬-১)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মেহেদী হাসান
সিরিজ: ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে
Discussion about this post