ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্যারিয়ারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলের হয়েই মাঠ মাতিয়েছেন লুক রঞ্চি। তবে কিউইদের হয়েই তার ক্যারিয়ার বেশি উজ্জ্বল। যে দল থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। এবার নতুন ভূমিকায় দলের সঙ্গে যুক্ত হলেন তিনি। ব্ল্যাকক্যাপসদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
এরআগে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ছিলেন পিটার ফুলটন। সম্প্রতি ইংলিশ কাউন্টি ক্লাব ক্যান্টাব্যুরির প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। এরপর কিউইদের ব্যাটিং কোচের পদ ছেড়ে দেন ফুলটন।
বাংলাদেশের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রঞ্চি। সেটি ছিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চলতি বছরের মার্চ মাসেও শেষবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নেমেছেন তিনি। সেবার পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেন এই ক্রিকেটার।
২০০৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে রঞ্চির অভিষেক হয়। অজিদের হয়ে এই সংস্করণে তিনটি ম্যাচ খেলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। এরপর চলে আসেন জন্মভূমি নিউজিল্যান্ডে। কিউইদের হয়ে ৩০ টি-টোয়েন্টি, ৪ টেস্ট ও ৮৫টি ওয়ানডে খেলেছেন তিনি।
Discussion about this post