ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অন্যরকম এক চুক্তিতে নাম লেখান তিনি। ১০০ দিনের চুক্তি। যখন সময় মিলবে কিংবা যখন ডাক পড়বে তখনই চলে আসবেন। কিন্তু ৬০ দিন কাজ করতেই সম্পর্কটা ঠিক থাকেনি। মনে করা হচ্ছিল বাকি ৪০ দিন হয়তো কাজই করবেন না ড্যানিয়েল ভেট্টোরি। তবে এবার জানা গেল নিউজিল্যান্ড সফরেই এই স্পিন কোচকে পাবে বাংলাদেশ।
ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইন শেষে ১১ মার্চ কুইন্সটাউনে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। সেখানেই পাঁচ দিনের ক্যাম্পে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি।
এমনিতে বাংলাদেশ ক্রিকেটে দৈনিক চুক্তিতে কাজ করছেন নিউজিল্যান্ডের সাবেক এই স্পিন কিংবদন্তি। গত বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে বিসিবির চুক্তি ছিল। কিন্তু টুর্নামেন্ট স্থগিত হওয়ায় চুক্তির অবশিষ্ট ৪০ দিনের পরিবর্তে বলা হয় ভেট্টোরি বাংলাদেশের সঙ্গে কাজ করবেন ২২ দিন। এ অবস্থায় নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে থাকবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বুধবার বলেন, ‘দেখুন, ভেট্টোরি অনেকদিন ধরে বাংলাদেশ দলে সম্পৃক্ত আছেন আর সার্ভিস দিচ্ছেন। কিন্তু করোনার কারণে হয়তো তার মুভমেন্টে সমস্যা হচ্ছে। মূল বিষয় হলো উনি বাংলাদেশ দলের সঙ্গে যেখানেই যোগ দেন না কেন, দেশে ফিরে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেক্ষেত্রে এটাই তার জন্য মূল চ্যালেঞ্জ- দেশে ফিরে আবার ১৪ দিনের কোয়ারেন্টাইন। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরেই যুক্ত হচ্ছেন। তার মতো একজন সাবেক অধিনায়ক, বিশেষ করে নিউজিল্যান্ডের কন্ডিশনে তার অভিজ্ঞতা আমাদের কাছে অনেক মূল্যবান। সুতরাং বোর্ড যেটা করেছে সবকিছু চিন্তাভাবনা করেই করেছে। দিনের হিসেবে ২০-২২ দিন বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন তিনি।’
আগেই জানা গেছে, দৈনিক আড়াই হাজার ডলারে বাংলাদেশ দলের স্পিনারদের সঙ্গে কাজ করছেন ভেট্টোরি। ২০১৯ সালে ভারত সিরিজের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। নিরাপত্তার কারণে পাকিস্তানে যাননি তিনি। সব মিলিয়ে লম্বা সময় তাকে পেলো না বাংলাদেশের স্পিনাররা।
Discussion about this post