পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার বাংলাদেশের তিন ক্রিকেটার অংশ নিচ্ছেন। তারা হলেন—নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। সময়সূচি অনুযায়ী তিনজনেরই ভিন্ন তারিখে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
নাহিদ রানা জাতীয় দলের উদীয়মান পেসার হিসেবে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পিএসএলে। ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে পেশোয়ার জালমির হয়ে খেলবেন তিনি। তবে তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবেন তিনি। সেই ম্যাচ শেষ করেই পাকিস্তানে যাবেন এই টাইগার স্পিডস্টার।
লিটন দাস ইতোমধ্যেই প্রস্তুত পিএসএলে নাম লেখানোর জন্য। তাকে দলে নিয়েছে করাচি কিংস। বিসিবি সূত্রে জানা গেছে, ৮ এপ্রিল পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বেন লিটন।
আরেক তরুণ স্পিনার রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। তিনি অবশ্য এখনো ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত। আগামীকাল প্রাইম ব্যাংকের হয়ে একটি ম্যাচ খেলেই পিএসএলে যোগ দেবেন রিশাদ। তার দলের কোচ নিশ্চিত করেছেন বিষয়টি।
এই তিন ক্রিকেটারই পিএসএলের ১০তম আসরের ড্রাফটে দল পেয়েছেন। ৩৯ জন বাংলাদেশির মধ্যে কেবল এই তিনজনই নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে নাহিদ রানা পেয়েছেন গোল্ডেন ক্যাটাগরির মর্যাদা, যেখানে তার পারিশ্রমিক ৬০ লাখ টাকা।
Discussion about this post