অনেক দিন ধরেই সময়টা ভাল কাটছে না তার। জাতীয় দল থেকে তো ছিটকে গেছেন অনেক আগেই সঙ্গে ব্যক্তিগত জীবনটাও এলেমেলো। বিয়ে করেও পাচ্ছেন না স্বস্তি। দৌড়াতে হচ্ছে আদালতে। ঠিক এ অবস্থায় সুখবর নাসির হোসেনের। বাবা হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই তারকা।
নাসির ও তামিমা তাম্মীর ঘরে আসছে নতুন অতিথি। নাসির হোসেন তার ফেসবুক পেজে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানেই দেখা মিলল তামিমার বেবি বাম্প। জানা গেল, পুত্র সন্তান আসছে তাদের ঘরে।
নিজেরাও বাবা-মা হতে প্রস্তুতি নিচ্ছেন। নাসিরের পোস্টে দেখা মিলল- তামিমার অন্তঃসত্ত্বা হওয়া উদযাপন করছেন। তামিমার মাথায় মুকুট, আছে ইংরেজিতে লেখা ‘হবু মা’ লেখা উত্তরীয়। কেক কেটে উদযান করছেন দুজন। একটি ছবিতে নাসির ইংরেজিতে ‘বাবা’ লেখা একটা প্ল্যাকার্ডের মতো কিছু একটা ধরলেন।
তাদের ঘরে পুত্র সন্তান আসছে। নাসির-তামিমার পেছনে থাকা একটা ব্যানার আর এক টেডি বিয়ারের হাতে থাকা হৃদয়াকৃতির বেলুনে লেখা, ‘ইটস আ বয়’।
সঙ্গে নাসির লিখলেন, ‘এই ছোট্ট মানুষটা যার অর্ধেক আমি আর অর্ধেক আমার ভালোবাসার, তার সঙ্গে মিলিত হতে আমার দেরি সইছে না। সবকিছুর জন্য শুকুর আলহামদুলিল্লাহ।’ সঙ্গে দিয়েছেন লাভ ইমোজি। ভক্তরাও অভিনন্দন জানাচ্ছেন এই জুটিকে।
Discussion about this post