ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের ২০২৫ আসর। ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্টের, যেখানে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সূচিতে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দল। সাতটি গ্রুপ ম্যাচে খেলবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল, যারা এবার নজর দিচ্ছে বড় দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সে।
বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ২ অক্টোবর, পাকিস্তানের বিপক্ষে, ভেন্যু শ্রীলঙ্কার কলম্বো। রাজনৈতিক কারণে ভারতের মাটিতে খেলতে না পারায় পাকিস্তানের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। তাই প্রথম ম্যাচেই নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
এরপর একে একে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড (৭ অক্টোবর, গুয়াহাটি), নিউজিল্যান্ড (১০ অক্টোবর, ভাইজাগ), দক্ষিণ আফ্রিকা (১৩ অক্টোবর, ভাইজাগ), অস্ট্রেলিয়া (১৬ অক্টোবর, ভাইজাগ), শ্রীলঙ্কা (২০ অক্টোবর, কলম্বো) এবং ভারত (২৬ অক্টোবর, বেঙ্গালুরু)-এর বিপক্ষে।
রাউন্ড রবিন ফরম্যাটে হওয়া এই আসরে প্রত্যেক দলকে খেলতে হবে সাতটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল যাবে সেমিফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ অক্টোবর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, বেঙ্গালুরুতে। তবে পাকিস্তান যদি শেষ চার বা ফাইনালে ওঠে, সেক্ষেত্রে ম্যাচগুলো সরিয়ে নেওয়া হবে কলম্বোতে।
Discussion about this post