নারী ক্রিকেটারদের প্রতি অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত সম্মান প্রদর্শন করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক ঘোষণায় পিসিবি জানিয়েছে, দেশের নারী ক্রিকেটারদের বেতন একধাক্কায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। সবমিলিয়ে ২০ জন নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হয়েছে, যাঁদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
পিসিবি প্রকাশিত তালিকা অনুযায়ী, শীর্ষ ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক ফতিমা সানা, উইকেটরক্ষক মুনিবা আলি, অভিজ্ঞ অলরাউন্ডার সিদরা আমিন, এবং প্রথমবার এই স্তরে উঠে আসা টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার সাদিয়া ইকবাল।
চুক্তিবদ্ধ ২০ জন ক্রিকেটারকে পাঁচটি স্তরে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরি: ফতিমা সানা, মুনিবা আলি, সিদরা আমিন, সাদিয়া ইকবাল। ‘বি’ ক্যাটাগরি: আলিয়া রিয়াজ, দিয়ানা বেগ, নাশরা সান্ধু। ‘সি’ ক্যাটাগরি: রামিন শামিম। ‘ডি’ ক্যাটাগরি: গুল ফিরোজা, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সিদরা নওয়াজ, সাইয়েদা আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি, ওয়াহিদা আখতার ও ‘ই’ ক্যাটাগরি (উদীয়মান খেলোয়াড়দের জন্য): আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকার।
যদিও পিসিবি চুক্তিভুক্ত বেতনের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করেনি, তবে বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গিয়েছে, পূর্বের কাঠামোয় ‘এ’ ক্যাটাগরির একজন খেলোয়াড় মাসে ১,২০,০০০ পাকিস্তানি রুপি পেতেন। এবার সেই অঙ্ক দ্বিগুণ, অর্থাৎ প্রায় ২,৪০,০০০ রুপি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যান্য স্তরের বেতনও বৃদ্ধির আওতায় এসেছে। ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির জন্য যথাক্রমে ৮৩ হাজার ও ৬২ হাজার রুপি পর্যন্ত পরিশোধ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাত্র ছ’মাস আগেও শোনা যাচ্ছিল, নারী খেলোয়াড়দের জন্য মাসিক ৩৫,০০০ রুপি বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল। অথচ পাকিস্তানে একজন অদক্ষ শ্রমিকের মাসিক ন্যূনতম মজুরি ৩৭,০০০ রুপি হওয়া উচিত। সেই প্রেক্ষাপটে এবার পিসিবির এই সিদ্ধান্তকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
এবারের কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন-আলিয়া রিয়াজ (বি), নাতালিয়া পারভেজ (ডি), সিদরা নওয়াজ (ডি), ওয়াহিদা আখতার (ডি) এবং উদীয়মান দুই প্রতিভা আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকার (ই ক্যাটাগরি)।
Discussion about this post