ভারতের নারী প্রিমিয়ার লিগের প্রথম আসরের নিলামে জায়গা পেলেন বাংলাদেশের ৯ নারী ক্রিকেটার। অবশ্য সর্বোচ্চ পারিশ্রমিকের ক্যাটাগরিতে নেই কেউ। দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ৪০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন দুই অলরাউন্ডার সালমা খাতুন ও রুমানা আহমেদ।
পুরুষ ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএলের মতো মেয়েদের জন্যও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই আসর এ বছর থেকে শুরু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ৫ দলের এই আসরের নিলাম হবে সোমবার মুম্বাইয়ে।
নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেলেন ৪০৯ জন। আর এই নিলামে সালমা ও রুমানা ছাড়াও বাংলাদেশ থেকে রয়েছেন জাহানারা আলম, নিগার সুলতানা, নাহিদা আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, রিতু মনি আর স্বর্ণা আক্তার।
অধিনায়ক নিগার, পেসার জাহানারা, বাঁহাতি স্পিনার নাহিদা, পেস বোলিং অলরাউন্ডার লতা, রিতু মনি ও সোবহানার ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দারুণ খেলা ব্যাটার স্বর্ণা ২০ লাখ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন।
সর্বোচ্চ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ লাখ রুপি। এই ক্যাটাগরিতে আছেন হারমানপ্রিত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দিপ্তী শর্মাসহ ১১ জন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় ১৩ জন।
সব ঠিক থাকলে আগামী ৪ থেকে ২৬ মার্চ মুম্বাইয়ের দুটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নারীদের এই আইপিএল।
Discussion about this post