জাহানারা আলমের সাহসী সাক্ষাৎকারে দেশের ক্রিকেট অঙ্গন এখন উত্তাল। নারী দলের সাবেক এই তারকা ক্রিকেটার অভিযোগ করেছেন, জাতীয় দলের ম্যানেজার ও সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে যৌন হয়রানি করেছেন। বিসিবি ইতিমধ্যে তদন্ত শুরু করলেও, বিষয়টির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন-এই অভিযোগের তদন্ত কেবল বোর্ডের অভ্যন্তরীণ কাঠামোয় নয়, একটি স্বাধীন তদন্ত কমিটির মাধ্যমেই হওয়া উচিত।
তামিম তার ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে লেখেন, ‘জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা আশাব্যঞ্জক। কিন্তু শঙ্কা থেকেই যাচ্ছে-এখনও জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে কোনো কমিটি গঠনের উদ্যোগ দেখা যায়নি।’
তার বক্তব্যে স্পষ্ট, বিসিবি গঠিত কমিটিতে আস্থার ঘাটতি রয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের অনেকেই বিসিবির বিভিন্ন পদে আছেন। ফলে বোর্ডের নিজস্ব তদন্তে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকবে।’
তিনি আরও লেখেন, ‘আমি আগেও বলেছিলাম, আবারও দাবি জানাচ্ছি-অতি দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক। সেখানে বিসিবির কেউ না থেকে নারী অধিকারকর্মী, যৌন হয়রানি প্রতিরোধ বিশেষজ্ঞ ও মনস্তাত্ত্বিক দিক বোঝেন এমন ব্যক্তিরা থাকতে হবে।’
তামিম মনে করেন, নারী ক্রিকেটারদের এই সাহসিকতা এখন একটি বড় পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। তিনি বলেন, ‘যারা মানসিক বাধা ভেঙে মুখ খুলতে পেরেছেন, তাদের প্রতি শ্রদ্ধা। যারা এখনও পারছেন না, তাদের বলছি-ইটস নেভার টু লেট। আওয়াজ তুলুন, আমরা আছি পাশে।’
বিসিবি এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে, যেখানে রয়েছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন সিনিয়র অ্যাডভোকেট এবং বোর্ড পরিচালক রুবাবা দৌলা। তবে তামিম মনে করেন, বোর্ড-নিয়ন্ত্রিত এই কমিটি যথেষ্ট নয়। তিনি লিখেছেন, ‘দেশের ক্রিকেটে এমন আলোড়ন সৃষ্টি হওয়ার পরও সরকার বা ক্রীড়া মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা হতাশাজনক। আমরা যদি এখনই এই বিষয়গুলোর সুরাহা না করি, তাহলে শুধু ক্রীড়াঙ্গন নয়, গোটা দেশের নারীদের কাছেই আমরা দায়ী থাকব।’
পোস্টের শেষে তামিম যুক্ত করেন একটি গুরুত্বপূর্ণ বার্তা, ‘বিসিবিতে এখন স্লোগান ‘ক্রিকেট ফর অল’। কিন্তু তার আগে জরুরি ‘সেফটি ফর অল’ নিশ্চিত করা।’
একই সঙ্গে তামিম সাম্প্রতিক সময়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের ফুটবলবিরোধী বক্তব্য নিয়েও পরোক্ষ মন্তব্য করেন। তিনি লেখেন, ‘দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশনের দায়িত্বও সবচেয়ে বড়। আমাদের সবার উচিত দেশের সব খেলাকে সম্মান করা। প্রতিটি খেলাই বাংলাদেশের।’










Discussion about this post