ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
উদ্বেগজনক হারে বেড়েই চলেছে নারী ও শিশু নির্যাতন। গোটা দেশ জুড়েই চলছে বর্বরতা। যার অনেক খবর উঠে আসেনা। অনেকে আবার প্রতিবাদ করার সাহসও পান না। যেসব খবর আসে আলোচনা তা নিয়েই চলে চর্চা। গত কিছুদিনে এমন ঘটনায় গোটা জাতি হতবাক! তার প্রতিবাদও হচ্ছে।
একদিন আগেই নারী-শিশুদের পাশে দাঁড়িয়ে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের দুই তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বুধবার মাশরাফি বিন মর্তুজাও জানালেন কড়া প্রতিবাদ। দাঁড়ালেন নারীদের পাশে।
নারী আর শিশুর প্রতি বর্বরতায় ক্ষোভ প্রকাশ করলেন মাশরাফি। তিনি এখন নড়াইল-২ আসনেরও সংসদ সদস্য। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিতে বললেন ম্যাশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে বুধবার জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি লিখছেন, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।’
গোটা দেশের সচেতন আর বিবেকবান মানুষরা প্রতিবাদে সোচ্চার। ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাইছেন তিনি।
তারকা ক্রিকেটার মাশরাফি লিখলেন, ‘হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’
একদম সত্য কথাটাই তুলে ধরলেন মাশরাফি!
Discussion about this post