হঠাৎ করেই অভিযান শুরু হল। একের পর এক বোলারের বিপক্ষে উঠতে শুরু করেছে চাকিংয়ের অভিযোগ। সেই তালিকায় এবার যুক্ত হল সুনিল নারাইনের নাম।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টুয়েন্টিতে তার বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুললেন আম্পায়াররা।
সোমবার ডলফিনসের বিপক্ষে ম্যাচ শেষে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে ঘটল এই ঘটনা। নাইটদের অফস্পিনারের বোলিং অ্যাকশনকে অবৈধ বলে সন্দেহ করেন আম্পায়ার অনিল চোধুরি এবং চেতোদ্দি শাসসুদ্দিন।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারকে এখন আনুষ্ঠানিক পরীক্ষা-নীরিক্ষার জন্য বিসিসিআইয়ের সন্দেহজনক বোলিং অ্যাকশন কমিটির কাছে আবেদন করতে হবে। তবে খেলা চালিয়ে যেতে কোন সমস্যা নেই তার। ফের অভিযোগ উঠলে এই টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি।
এইতো দিনকয়েক আগেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে লাহোর লায়ন্সের দুই স্পিনার মোহাম্মদ হাফিজ ও আদনান রসুলের বিরুদ্ধে।
এখন এই অভিযোগ কাটিয়ে উঠার পালা তাদের।
Discussion about this post