ঢাকার ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ করা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম’। এর আগে এটি ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম রাখে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের এক আদেশে সেই নাম এখন বদলানো হলো।
শনিবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০২৪ সালের গণআন্দোলনে পতিত সরকারের সময়কালে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও স্থাপনার নামকরণ করা হয়েছিল তাদের দলের নেতাদের নামে। বর্তমান অন্তর্বর্তী সরকার সে সমস্ত নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘জাতীয় স্টেডিয়াম’ রাখা হয়েছে।
এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে নাম পরিবর্তন করা হয়। এই স্টেডিয়ামটি ১৯৫৪ সালে নির্মিত হয়। ঢাকার প্রাণকেন্দ্র পল্টন এলাকায় এটির অবস্থান। স্টেডিয়ামটি আগে এবং এখনও ১ নম্বর জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত।
এছাড়া বিগত সরকারের আমলে ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নাম ‘শেখ রাসেল মিনি স্টেডিয়াম’ করা হয়েছিল। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ সেই নামও পরিবর্তন করেছে। এখন এসব স্টেডিয়ামের নাম সংশ্লিষ্ট উপজেলার নাম অনুসারে নির্ধারণ করা হয়েছে।
Discussion about this post