বিশ্বকাপের আগে তিনি এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিশন নিয়ে ব্যস্ত। এরইমধ্যে চলে গেছেন সংযুক্ত আরব আমিরাতে। ঠিক এই লড়াইয়ের আগে একটা দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। টি-টুয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান জায়গা হারালেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এখানে দেখা যাচ্ছে ১৬ রেটিং পয়েন্ট হারিয়ে অলরাউন্ডারদের তালিকায় দুইয়ে নেমে গেছেন সাকিব। এখন এই স্পিনারের রেটিং পয়েন্ট ২৭৫। এই সুযোগে শীর্ষে উঠে গেলেন মোহাম্মদ নবি। আফগানিস্তানের এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৮৫।
নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ সিরিজে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান। নিয়েছেন ৮ উইকেট। বাঁহাতি এ পেসার উঠে দশম থেকে এখন অষ্টম স্থানে। উন্নতি হয়েছে বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানের। ২৫ ধাপ এগিয়ে নাসুম ১৫তম। ৪ ধাপ এগিয়ে মেহেদি ২০তম স্থানে। তারা ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে আছেন।
Discussion about this post