ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল আগের দিনই। মঙ্গলবার সেই আনুষ্ঠানিকতাটুকু শেষ! বিসিবি নর্থ জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোনের মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত ড্র-ই হল। বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) চারদিনের ম্যাচে শুধু ব্যাটসম্যানরাই সেরে নিলেন তাদের ব্যাটিং প্র্যাকটিস।
সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচে ৪ উইকেটে ২৯৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে সাউথ জোন। আগের দিনের সেঞ্চুরিয়ান ফজলে মাহমুদ অবশ্য তার ইনিংসটা বেশি দুর এগিয়ে নিতে পারেন নি! ক্যারিয়ারের পঞ্চম ফার্স্ট ক্লাস সেঞ্চুরিটি শেষ হয় ১৪৭ রানে। আগের দিনের অারেক অপরাজিত ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন আউট ৫৪ রানে।
হাফসেঞ্চুরি পেয়েছেন সাউথ জোনের জিয়াউর রহমানও (৫৭)। সব মিলিয়ে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৪৪৮ রান তুলে অলআউট হয় তারা। নর্থ জোনের তাইজুল ১৩৬ রানে নেন ৫ উইকেট।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুধু একটু ব্যাটিং অনুশীলন করার সুযোগ পেল নর্থ জোনের টপ অর্ডার। আসলে দিনের খুব বেশি ওভারও বাকী ছিল না। শেষ পর্যন্ত ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে তারা ৬৯ রান তুলতেই শেষ হয়ে যায় চতুর্থ ও শেষ দিনের খেলা। ব্যাট হাতে নামাই হল না নাসির হোসেনের। যার অর্থ ম্যাচ ড্র। এর আগে ১ম ইনিংসে ৯ উইকেটে ৪৯২ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল নর্থ জোন।
ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টের ড্র ম্যাচের সেরা ক্রিকেটার নাঈম ইসলাম। নর্থ জোনের হয়ে ১ম ইনিংসে তিনি করেছিলেন ১৮৫ রান।
Discussion about this post