ক্রিকবিডি২৪ কম রিপোর্ট
তারা সাবেক চ্যাম্পিয়ন। গতবারের রানার্সআপ। এবার শিরোপা লড়াইয়েই ছিল। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টি-টুয়েন্টি মিশনে কিছুতেই ছন্দে নেই লিজেন্ডস অব রূপগঞ্জ। এক ম্যাচে জয় তো আরও দুই ম্যাচে হার। সঙ্গে বাজে আম্পায়ারিং প্রসঙ্গটা তো থাকছেই। সব মিলিয়ে পয়েন্ট তালিকায় দাপট নেই তাদের। এরমধ্যে বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) দশম রাউন্ডের ম্যাচে স্বরূপে ফিরেছে লিজেন্ডসরা।
বিকেএসপির ৪ নম্বর মাঠে বল হাতে রীতিমতো দাপট দেখান নারায়ণগঞ্জের দলটির স্পিনার নাবিল সামাদ ও পেসার মোহাম্মদ শহীদ। তাদের দুরন্ত পারফরম্যান্সের ওপর ভর করে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ২১ রানে হারিয়েছে রূপগঞ্জ।
বুধবার অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে রূপগঞ্জ করে ৬ উইকেটে ১৩১ রান। দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন সানজামুল ইসলাম। অধিনায়ক নাঈম ইমলাম করেন অপরাজিত ২৯। পরে বল হাতে শুরু থেকেই জাদু দেখান নাবিল সামাদ। পেসার শহীদও ছিলেন ছন্দে। শেষ পর্যন্ত তাদের আটোসাটো বোলিং নৈপুণ্যে পারটেক্স আটকে যায় ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রানে।
অবশ্য জয়ী রূপগঞ্জের ব্যাটিংয়ের শুরুটা ভাল হয়নি। দলের যখন ১৩ রান, তখন ওপেনার মেহেদি মারুফ ফিরেন সাজঘরে। মুক্তার আলিও আউট মাত্র ১৩ রানে। দলকে টানতে চেস্টা করেছিলেন আল আমিন ও সাব্বির রহমান রুম্মন। দশম ওভারের দ্বিতীয় বলে এই জুটি ভাঙে আল আমিনের বিদায়ে। ফেরার আগে করেন ১৬ রান। তারপরই সাজঘরের পথ ধরেন সাব্বির ১৫ রান নিয়ে।
তারপর রূপগঞ্জের হাল ধরেন সানজামুল। এক প্রান্ত আগলে এগিয়ে যান। এরমধ্যে ষষ্ঠ উইকেটে তাকে সাপোর্ট দেন অধিনায়ক নাঈম ইসলাম। জুটিতে আসে ২৩ রান। সানজামুল ১৭তম ওভারের ৫ম বলে ৩০ রান করে আউট। নাঈম ইসলাম অপরাজিত ছিলেন জাকির আলিকে (৮) সঙ্গী করে।
বল হাতে শুরু থেকেই দুর্দান্ত ছিলেন রূপগঞ্জের বোলাররা। নাবিল সামাদ ও মোহাম্মদ শহীদ কোণঠাসা করে দেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। তারপর নিয়মিত সাফল্য পেতে থাকে রূপগঞ্জ। রূপগঞ্জের হয়ে ১৭ রানে ২টি উইকেট নেন মোহাম্মদ শহীদ। নাবিল সামাদ ১৩ রানে নেন ১টি উইকেট। সানজামুল ইসলাম, কাজী অনিক ও মুক্তার আলি নেন ১টি করে উইকেট। হাসিমুখে মাঠ ছাড়ে লিজেন্ডসরা। পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়ে রেলিগেশন লিগ এড়ানোর আশা জাগাল তারা।
১০ ম্যাচ শেষে এটি রূপগঞ্জের তৃতীয় জয়। ৩ ম্যাচ পর জয়ের স্বাদ পাওয়া দলটি পয়েন্ট টেবিলে উঠে এসেছে নয় নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২০ ওভারে ১৩১/৬ (মেহেদি ১২, মুক্তার ১৩, সাব্বির ১৫, আল আমিন ১৫, সানজামুল ৩০, আজমির ২, নাঈম ২৯*, জাকের ৮*; জয়নুল ৪-০-২৩-০, শাহাদাত ৪-০-২৫-২, ইসহারুল ১-০-১৩-০, রাজিবুল ৪-০-১৩-২, নিহাদ ৪-০-৩২-০, নাজমুল ৩-০-২১-১)।
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ২০ ওভারে ১১০/৮ (হাসানুজ্জামান ৪, মুসা ১৭, জয়রাজ ১৫, ইসরাহুল ৩, ধীমান ২১, মইন ৩, নাজমুল ২১, রাজিবুল ১৭, নিহাদ ৬*, জয়নুল ২*; নাবিল ৪-০-১৩-১, সানজামুল ৪-০-২৯-১, শহীদ ৪-০-১৭-২, অনিক ৪-০-২৭-১, মুক্তার ৪-০-২২-১)।
ফল: ২১ রানে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
ম্যাচসেরা: সানজামুল ইসলাম।
Discussion about this post