সহজ ম্যাচটাকে কঠিন করে তুলেছিল অস্ট্রেলিয়া। এক পর্যায়ে মনে হচ্ছিল তারা বুঝি হেরেই যাচ্ছে। তবে শেষ মুহুর্তের নাটকীয়তা শেষে শেষ হাসি অজিদেরই। তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেটে জিতল তারা। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল স্বাগতিকরা।
রোববার সিডনিতে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলে ১৪৫ রান। জবাব দিতে নেমে এক বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে অস্ট্রেলিয়া।
ম্যাচে জিততে শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১০ রান। হাতে ৩ উইকেট। এরপর শেষ ওভারে লক্ষ দাড়ায় ৩ রান। তারপর ৩ বলে ২ রান। সেই নাটকীয়তা শেষ হয় ৫ম বলে।
সংক্ষিপ্ত স্কোর–
দক্ষিণ আফ্রিকা : ১৪৫/৬, ২০ ওভার (ডি কক ৪৮, হেনড্রিকস ৪৯, মিলার ৩৪*; ফকনার ৩/২৮)।
অস্ট্রেলিয়া : ১৪৬/৮, ১৯.৫ ওভার (ফিনচ ৩৩, ম্যাক্সওয়েল ২৩, হোয়াইট ৪১*; ওয়েস ৩/২১, পিটারসন ৩/২৮)।
ফল : অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে জয়ী। ম্যাচসেরা : ক্যামেরন হোয়াইট।
সিরিজসেরা : জেমস ফকনার।
Discussion about this post