ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের ম্যাচে হেসে খেলেই জিতেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডকে অলআউট করেছিল মাত্র ৬০ রানে। তারপর ৩০ বল হাতে রেখে ৭ উইকেটের অনায়াস জয়। তবে শুক্রবার তেমন সজে জয়ের দেখা মেলেনি। বেশ লড়াই করেই শেষ বলে এসে হাসিমুখ মাহমুদউল্লাহ রিয়াদদের।
ছুটির দিনের মিরপুরে শেষ ওভারে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২০ রান। মুস্তাফিজুর রহমানের সেই ওভারে বেশ রোমাঞ্চ ছড়ায়। যেখানে সমীকরণটা মেলাতে পারল বাংলাদেশ। দল পেলো ৪ রানের জয়।
ইনিংসে শেষ ওভারে প্রথম বলে ৩ রান নেন কোল ম্যাকনকি। পরের তিন বলে মুস্তাফিজ দেন ৪ রান। শেষ ২ বলে কিউইদের চাই ১৩ রান। এমন সময়ে বিমার দেন মুস্তাফিজ। যা ব্যাটের কানায় লেগে কিপারের পাশ দিয়ে হয়ে চার। এরপর জিততে কিউইদের চাই ২ বলে ৮। পঞ্চম বলে পেয়ে যায় ২। শেষ বলে ছক্কা হলেই জয়। ঠিক এমন সময়ে টম ল্যাথাম নিতে পারলেন মাত্র ১ রান।
তার পথ ধরে হাসিমুখে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে ৫ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে গেল টাইগাররা।
এর আগে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে মিরপুরের উইকেটে ভাল পুঁজি পায়। মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহান ষষ্ঠ উইকেটে ২২ বলে গড়েন ৩২ রানের জুটি। এছাড়া নাঈম ৩৯, লিটন দাসের ব্যাটে ৩৩ রান। আসে রিয়াদ অপরাজিত থাকেন ৩৭ রানে। সোহান ১৩।
রোববার সিরিজ জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ দল!
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৪১/৬ (নাঈম ৩৯, লিটন ৩৩, মুশফিক ০, সাকিব ১২, মাহমুদউল্লাহ ৩৭*, আফিফ ৩, সোহান ১৩; প্যাটেল ৪-০-২০-১, ম্যাকনকি ৪-০-২৪-১, বেনেট ৪-০-৩২-১, ব্রেসওয়েল ৩-০-৩০-০, রাচিন ৪-০-২২-৩, সিয়ার্স ১-০-১১-০)
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৭/৫ (ব্লান্ডেল ৬, রাচিন ১০, ল্যাথাম ৬৫*, ইয়াং ২২, ডি গ্র্যান্ডহোম ৮, নিকোলস ৬, ম্যাকনকি ১৫*; মেহেদি ৪-০-১২-২, নাসুম ৩-০-১৭-১, সাকিব ৪-০-২৯-২, মুস্তাফিজ ৪-০-৩৪-০, মাহমুদউল্লাহ ১-০-৭-০, সাইফ ৪-০-৩৬-০)
ফল: বাংলাদেশ ৪ রানে জয়ী
Discussion about this post