ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রোমাঞ্চ ছড়ানো এক লড়াই! জিততে শেষ বলে চাই ৩ রান। উইকেটে মাত্র পা রাখেন মুজিব-উর-রহমান।লিয়াম প্লাঙ্কেটের ফুল টস বলটিই মিড উইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে মুজিবই কুমিল্লাকে নাটকীয় জয় উপহার দিলেন মুজিব। বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২ উইকেটে হারাল কুমিল্লা ওয়ারিয়র্স।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী জুটিতে শতরানের পরও চট্টগ্রাম থামে মাত্র ১৫৯ রানে। জবাবে নেমে কুমিল্লা জিতেছে শেষ বলের নাটকীয়তায়।
পেন্ডুলামের মতো দুলতে থাকল ম্যাচ! একবার মনে হচ্ছে জিততে যাচ্ছে চট্টগ্রাম। আবার এগিয়ে যাচ্ছী কুমিল্লা। শেষ ওভারে জমল দারুণ নাটক। শেষ বলে এসে জয় নিয়ে মাঠ ছাড়ল কুমিল্লা ওয়ারিয়র্স।
শেষ বলে জিততে কুমিল্লার চাই ৩ রান। নতুন ব্যাটসম্যান মুজিব-উর-রহমান চট্টগ্রামের পেসার লিয়াম প্লাঙ্কেটকে বাউন্ডারি হাঁকিয়ে দলকে এনে দেন ২ উইকেটের জয়।
বঙ্গবন্ধু বিপিএলে শেষ ওভারের শেষ বলে জয়ী এই ম্যাচে কিন্তু একসময় কুমিল্লা ওয়ারির্য়স বেশ ভাল অবস্থানে ছিল। শেষ ১৮ বলে জিততে তাদের দরকার হয় ২৫ রান। কিন্তু ইনিংসের ১৮ নম্বর ওভারে রুবেল হোসেনের দাপুটে বোলিংয়ে ম্যাচে ফিরে চট্টগ্রাম। মাত্র ১ রান দিয়ে রুবেল নেন ২ উইকেট। মেহেদি হাসানের পরের ওভার থেকে খরচ হলো ৮ রান।
শেষ ওভারে কুমিল্লার চাই ১৬ রান। ব্যাটিংয়ে দাউদ মালান ও আবু হায়দার রনি। দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকালেন রনি। তৃতীয় বলেই ছক্কা। চতুর্থ বলে লেগবাই এক রান। পঞ্চম বলে রান আউট হওয়ার আগে মালান এক রান নিলেন। এরপর হিসাব দাঁড়ায় ১ বলে চাই ৩ রান। এ অবস্থায় আফগান স্পিনার মুজিব-উর-রহমান বাউন্ডারি উপহার দেন।
প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লাকে ১৬০ রানের লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাবে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করে ডেভিড মালানের কুমিল্লা।
৯ ম্যাচে ৬ জয় নিয়ে এখনও শীর্ষে আছে চট্টগ্রাম। অন্যদিকে ৮ ম্যাচে ৩ জয় পাওয়া কুমিল্লা আছে পঞ্চম স্থানেই।
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ২০ ওভারে ১৫৯/৬ (সিমন্স ৫৪, জুনায়েদ ৪৫, ওয়ালটন ৯, বার্ল ২, সোহান ৪, জিয়াউর ৩৪*, প্লাঙ্কেট ৪, পিনাক ০*; মুজিব ৪-০-১৮-০, আবু হায়দার ২-০-১৭-০, আল আমিন ৪-০-৪০-১, ভিসা ২-০-২৮-১, সানজামুল ৪-০-৩৩-১, সৌম্য ৪-০-২০-২)।
কুমিল্লা ওয়ারিয়র্স: ২০ ওভারে ১৬১/৮ (রবি ১৭, ফন জিল ২২, মালান ৭৪, সৌম্য ৬, সাব্বির ১৮, ভিসা ১, অঙ্কন ০, আবু হায়দার ১২*, সানজামুল রিটায়ার্ড আউট ০, মুজিব ৪*; রুবেল ৪-০-১৬-২, মেহেদি রানা ৩-০-৩১-১ নাসুম ২-০-১৮-০, প্লাঙ্কেট ৪-০-৪৬-১, জিয়াউর ৪-০-৩৬-১, বার্ল ৩-০-৯-১)।
ফল: কুমিল্লা ওয়ারিয়র্স ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: দাভিদ মালান
Discussion about this post