গত কয়েক দিনে একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বোর্ড। তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলা, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়ার প্রসঙ্গ তোলা এবং খেলোয়াড়দের মর্যাদা নিয়ে প্রশ্নবিদ্ধ মন্তব্যের পর নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ডের এক সদস্যের করা বিতর্কিত মন্তব্যের জন্য তারা দুঃখপ্রকাশ করছে। একই সঙ্গে বিসিবি তাদের প্রতিষ্ঠিত নিয়মকানুন ও পেশাদারি নীতিমালার আলোকে বিষয়টি বিবেচনা করবে বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ওই জবাবের ভিত্তিতে পরবর্তী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে বেফাঁস মন্তব্যের কারণে নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে ক্রিকেটাররা বিপিএল বয়কটের হুঁশিয়ারি দেন। বিপিএলের ঢাকা পর্ব শুরুর ঠিক আগের রাতে নাজমুল দাবি করেন, বিশ্বকাপে না খেললে ক্ষতি হবে ক্রিকেটারদের, বোর্ডের নয়। এ সময় বোর্ড খেলোয়াড়দের ক্ষতিপূরণ দেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈশ্বিক ইভেন্টে ক্রিকেটাররা খারাপ খেললেও তো তাদের কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয় না। পাশাপাশি তিনি এমন মন্তব্যও করেন যে, বোর্ড না থাকলে খেলোয়াড়রাও থাকবে না।
এই মন্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলে রাতেই বিসিবি নাজমুলের বক্তব্যকে ব্যক্তিগত মতামত উল্লেখ করে দুঃখপ্রকাশ করে। তবে তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট করে জানান, নাজমুল ইসলাম বিসিবি পরিচালকের পদ থেকে সরে না দাঁড়ালে তারা বিপিএলে খেলবেন না এবং কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডেও অংশ নেবেন না।
এর প্রেক্ষাপটে ১৫ জানুয়ারি ম্যাচ শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে বিসিবি আবারও বিবৃতি দিয়ে জানায়, নাজমুলের বক্তব্যে তারা দুঃখপ্রকাশ করছে এবং ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা ও মূল্যবোধের বিষয়ে বোর্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। সাংবিধানিক সংস্থা হিসেবে এসব বিষয় সমাধান করা বিসিবির দায়িত্ব বলেও উল্লেখ করা হয়। একই সঙ্গে বোর্ড জানায়, ইতোমধ্যে নাজমুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যার অংশ হিসেবে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
এদিকে ক্রিকেটাররা বিপিএল বয়কট করবেন না-এমন আশাবাদ ব্যক্ত করেছে বিসিবি। বোর্ডের বিবৃতিতে বলা হয়, বিপিএল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টগুলোর একটি, যার বিশ্বব্যাপীও বিশেষ অবস্থান আছে। বিসিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, বিপিএল ও বোর্ডের সব কার্যক্রমের প্রাণ হলেন ক্রিকেটাররাই। তাই টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখতে ক্রিকেটাররা পেশাদারিত্বের পরিচয় দেবেন বলে আশা প্রকাশ করেছে বোর্ড।










Discussion about this post