এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বাংলাদেশের ক্রিকেটে বইছিল ক্ষোভের ঝড়। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক সমালোচনায় তীরে বিদ্ধ করেছে ক্রিকেটপ্রেমীরা। কিন্তু আফগানিস্তান সিরিজের কারণে বেশিরভাগ ক্রিকেটারই থেকে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে।
টি-টোয়েন্টি সিরিজে জয়ের ধারা ফেরালেও, ওয়ানডে সিরিজে যেন সবকিছু ভেঙে পড়ে মেহেদী হাসান মিরাজের দলের। তিন ম্যাচেই নাজেহাল বাংলাদেশ, যার পরিণতিতে আরও তীব্র হয়ে ওঠে সমর্থকদের হতাশা।
গতকাল বুধবার রাতে দেশে ফিরতেই সেই ক্ষোভের বাস্তব রূপ দেখলেন জাতীয় দলের ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাদের লক্ষ্য করে ছোড়া হয় তির্যক মন্তব্য, দুয়ো, এমনকি কেউ কেউ পরিবারের সামনেই হেনস্তার শিকার হন। বিশেষ করে তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় ও ওপেনার নাঈম শেখকে ঘিরে পরিস্থিতি ছিল আরও অস্বস্তিকর। নাঈমের গাড়িতে আক্রমণের চেষ্টার ঘটনাও ঘটে, যা তরুণ এই ক্রিকেটারের মনে গভীর দাগ ফেলে।
এরপরই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে হৃদয়স্পর্শী একটি বার্তা লেখেন নাঈম শেখ। সেখানে তিনি জানান, দেশের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামা মানে শুধু ক্রিকেট খেলা নয়, বরং একটি পতাকার দায়িত্ব বহন করা। ‘আমরা যারা মাঠে নামি, আমরা দেশের নামটা বুকে নিয়েই নামি। লাল-সবুজ পতাকাটা আমাদের রক্তে মিশে আছে,’ লিখেছেন তিনি।
নাঈম আরও বলেন, ‘জানি, আমরা হেরে গেলে আপনাদের কষ্ট হয়, কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন। কিন্তু আজ যেভাবে ঘৃণা প্রকাশ করা হয়েছে, গাড়িতে আক্রমণ করা হয়েছে-তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু দেশের প্রতি ভালোবাসার ঘাটতি রাখি না।’
সমর্থকদের প্রতি শান্ত ও যুক্তিসংগত সমালোচনার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয়-পরাজয় দুটিই খেলাধুলার অংশ, কিন্তু লাল-সবুজ যেন সবসময় গর্বের প্রতীকই থাকে।’
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ কোনো জয় পায়নি। বিশেষ করে শেষ দুই ম্যাচে ১০৯ ও ৯৩ রানে অলআউট হয়ে লজ্জাজনকভাবে হারতে হয় দলকে। শেষ ওয়ানডেতে মাঠে নেমে নাঈম শেখ করেন মাত্র ৭ রান।
এই ধারাবাহিক ব্যর্থতা এশিয়া কাপে হারানো সুযোগগুলোর স্মৃতি আবারও মনে করিয়ে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। তবে সবকিছু পেছনে ফেলে নতুন করে শুরু করতে চায় দল, আর সেই আশাতেই নাঈমের বার্তা-“আমরা লড়ব, আবার উঠব, দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য।”
Discussion about this post