ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুর্ভাগা বলতেই হবে মোহাম্মদ নাঈম শেখকে। টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেন না। বাঁহাতি ওপেনারের দল বেক্সিমকো ঢাকা কাছে গিয়েও জিততে পারল না। নাটকীয়তা ছড়ানো ম্যাচে ২ রানে জিতল ফরচুন বরিশাল। এই জয়ে শীর্ষ চারে থাকা নিশ্চিত হলো দলটির।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের প্রাথমিক পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশাল জিতেছে ২ রানে। তাদের জয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ থেকে বিদায় নিল মিনিস্টার গ্রুপ রাজশাহী ।
শনিবার রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়ের দাপুটে ব্যাটিংয়ে বরিশাল পায় ১৯৩ রানের বড় সংগ্রহ। এরপর লড়াই জমিয়ে তুলে ঢাকা। কিন্তু শেষ ওভারে এসে মেলাতে পারেনি সমীকরণ। দল আটকে যায় ১৯১ রানে।
এর আগে বরিশালের নাঈম ৮ চার ও ৭ ছক্কায় ৬৪ বলে করেন ১০৫ রান। একইসঙ্গে সাইফ হাসান ৪৩ বলে ৫০ রান করেন। আফিফ হোসেন ৫ ছক্কায় ২৫ বলে করেন ৫০ রান।
এদিকে সোমবার ঢাকা ও বরিশাল ফের মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে। একই দিনে প্রথম কোয়ালিফায়ারে ফাইনালে ওঠার ম্যাচে লড়বে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা।
সংক্ষিপ্ত স্কোর-
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৯৩/৩ (সাইফ ৫০, তামিম ১৯, পারভেজ ১৩, আফিফ ৫০*, হৃদয় ৫১*; রুবেল ৪-০-২৮-১, রবি ৪-০-৪০-০, শফিকুল ৪-০-৫১-০, আল আমিন ১-০-৫-১, মুক্তার ৪-০-৪৮-১)।
বেক্সিমকো ঢাকা: ২০ ওভারে ১৯১/৪ (নাঈম ১০৫, সাব্বির ১১, মুশফিক ৫, আল আমিন ০, ইয়াসির ৪১, আকবর ৯*, মুক্তার ৬, রবি ০* ; তাসকিন ৪-০-৪৮-০, মিরাজ ৪-১-৩৩-০, সুমন ৩-০-৪১-০, সোহরাওয়ার্দী ৩-০-১৩-৩, আফিফ ২-০-১২-০)
ফল: ফরচুন বরিশাল ২ রানে জয়ী।
ম্যাচসেরা: মোহাম্মদ নাঈম শেখ।
Discussion about this post