জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ সেই ২০১৪ সাল থেকে। কিন্তু হাল ছাড়েন নি নাঈম ইসলাম। ঘরোয়া ক্রিকেটে লড়ে যাচ্ছেন তিনি। তারই পথ ধরে আগের দিনই ৭ হাজার রানের মাইলস্টোন পেরিয়েছিলেন। শনিবার আরেক নতুন মাইলফলকে পা রাখলেন তিনি। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন এক সময়ের ছক্কা নাঈম।
জাতীয় লিগে রংপুরের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে খুলনায় ডাবল সেঞ্চুরি করেন তিনি। ১২০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৩৪১ বলে ২০০ রান করেন নাঈম। ৩৪৯ বলে ২১৬ রান করে সাজঘরের পথ ধরেছেন তিনি।
এর আগে এ বছরের =জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট লিগে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে ১৮৫ রান করেছিলেন নাঈম। প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাক্তিগত সর্বোচ্চ সেই রানকে এবার ছাড়িয়ে গেলেন তিনি। তারও আগের দিন শুক্রবার দেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান করেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। সব মিলিয়ে নাঈমের এটি ক্রিকেটে তার ২৩তম সেঞ্চুরি। ২৪ সেঞ্চুরিতে শীর্ষ আছেন তুষার ইমরান।
চলমান জাতীয় ক্রিকেট লিগে এটি নাঈমের দ্বিতীয় শতরান। গত মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে করেন ৪টি সেঞ্চুরি। প্রথম শ্রেনীর ক্রিকেট মোট শতরান ৬টি সেঞ্চুরি।
Discussion about this post