হ্যাটট্রিক করেও উৎসব করতে পারলেন না তাপস বৈশ্য। বগুড়ায় কলাবাগান ক্রীড়া চক্রের ২৫৪ রানের জবাব দিতে নেমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব গুটিয়ে গেল ১৬৮ রানে। কলাবাগান ম্যাচ জিতে নেয় ৮৬ রানে। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এটি তাদের দুই ম্যাচে প্রথম জয়। টস জিতে কলাবাগান ব্যাটিং বেছে নেয়। ৮০ রানে ৩ উইকেট হারিয়ে কলাবাগান সঙ্কটেই ছিল। মিডল অর্ডারে নামা অধিনায়ক নাঈম ইসলামের ব্যাটে কলাবাগান সেই বিপদ থেকে উদ্ধার পায়। লিগে নিজের প্রথম সেঞ্চুরি করলেন কলাবাগান অধিনায়ক। শুরুটা করেছিলেন নাঈম ঝড়োগতিতে। মাত্র ৩৩ বলে হাফসেঞ্চুরি পান। সেঞ্চুরি আসে ৯২ বলে। ইনিংসের শেষ ওভারে নাঈমকে ১০৪ রানে ফিরিয়ে দিয়ে চমক দেখানো শুরু তাপস বৈশ্যের। পরের দুই বলে শাহাদাত ও রকিবুল হাসানকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক পুরো করেন এ পেসার।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান : ২৫৪/১০, ৫০ ওভার (নাঈম ১০৪, ফরহাদ ৩৪, কাপুগেদারা ২৯, মিথুন আলী ২৭; তাপস বৈশ্য ৩/৩৪, জীবন মেন্ডিস ৩/৫৩)। প্রাইম ব্যাংক : ১৬৮/১০, ৪১.৪ ওভার (রাজাপাকসে ৫০, জিয়াউর ২৪, ফরিদউদ্দিন ২৬*; জেহান মোবারক ৩/৪১, রকিবুল হাসান ২/৩৬, ফরহাদ ২/২৮, চিনথাকা ডি সিলভা ২/১৭)।
ফল : কলাবাগান ৮৬ রানে জয়ী।
ম্যাচসেরা : নাঈম ইসলাম।
Discussion about this post