নাইম শেখের বিধ্বংসী ব্যাটিং ও সতীর্থদের দুর্দান্ত পারফরম্যান্সে লিস্ট ‘এ’ ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সাব্বির হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাজ্জাদুল হক রিপনের অনবদ্য ব্যাটিংয়ে ৪২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে তারা, যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোর।
জবাবে ব্রাদার্স ইউনিয়ন ২৪৯ রানেই গুটিয়ে যায়, যদিও আইচ মোল্লা ৯৬ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন। শেষ পর্যন্ত ১৭৩ রানের বিশাল জয় পায় প্রাইম ব্যাংক।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন ওপেনার নাইম শেখ ও সাব্বির হোসেন। পাওয়ার প্লেতেই তারা তোলে ৭৬ রান, কোনো উইকেট না হারিয়ে। এরপর ১৩.২ ওভারে দলীয় ১০০ পূর্ণ হলে সাব্বির হাফ-সেঞ্চুরি করেন এবং ১৮.২ ওভারে ৭৩ রান করে আউট হন। ১৭৬ রান করেন নাইম।
নাইম একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৮২ বলে সেঞ্চুরি ও ১০৬ বলে দেড়শ রান স্পর্শ করেন। তবে ১৭৬ রানে থামতে হয় তাকে, যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শেষদিকে মামুন ২২ বলে ৪০ ও সাজ্জাদুল হক ৩৭ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৪২২ রানে পৌঁছে দেন।
৪২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ব্রাদার্স ইউনিয়ন। পাওয়ার প্লেতে ৭৬ রান তুললেও তারা হারিয়ে ফেলে দুই ওপেনারকে। পরে মাহফিজুল ইসলাম রবিনও ৩৮ বলে ২৯ রান করে ফিরে গেলে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।
অধিনায়ক মাইশুকুর রহমান ৩৪ ও অলক কাপালি ৩০ রান করেন, তবে কেউই বড় ইনিংস খেলতে পারেননি। একমাত্র ব্যতিক্রম ছিলেন আইচ মোল্লা, যিনি একাই লড়াই চালিয়ে যান। ৯৬ রানের ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে পারেননি।
প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ৩টি, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ ২টি করে উইকেট নেন, ফলে ২৪৯ রানে অলআউট হয় ব্রাদার্স ইউনিয়ন।
বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় স্কোর
৪২২/৮ – প্রাইম ব্যাংক বনাম ব্রাদার্স ইউনিয়ন (২০২৪)
৩৯৩/৪ – আবাহনী বনাম প্রাইম দোলেশ্বর (২০১৮)
৩৮৮/৫ – প্রাইম ব্যাংক বনাম শাইনপুকুর (২০২২)
৩৮৬/১০ – বাংলাদেশ ‘এ’ বনাম আয়ারল্যান্ড ‘এ’ (২০১৮)
৩৮০/১০ – প্রাইম ব্যাংক বনাম ব্রাদার্স ইউনিয়ন (২০২৩)
Discussion about this post