একসময় বাংলাদেশ ক্রিকেটের অবিসংবাদিত তারকা ছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে সমান পারদর্শী এই অলরাউন্ডার দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে অসংখ্য ম্যাচে দলের ত্রাণকর্তা হয়েছেন। কিন্তু সময়ের পরিক্রমায় সেই সাকিবের ক্যারিয়ার এখন অনিশ্চয়তার মুখে। নিষিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে অলরাউন্ডার থেকে কেবল ব্যাটার হয়ে পড়েছেন, জাতীয় দলের দরজাও একপ্রকার বন্ধ হয়ে গেছে। এবার যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেট (এমএলসি) থেকেও বাদ পড়লেন তিনি।
২০২৩ সালে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে এমএলসিতে খেলেছিলেন সাকিব। তবে পারফরম্যান্স ছিল হতাশাজনক। চার ম্যাচে ব্যাট হাতে মাত্র ৬০ রান করার পাশাপাশি বল হাতে নিতে পেরেছিলেন মাত্র একটি উইকেট। এমন পারফরম্যান্সের কারণে এবার তাকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি।
শুধু সাকিব নন, বড় পরিবর্তন এনেছে দলটি। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয় এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকেও ছেড়ে দিয়েছে তারা। তবে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনিল নারিনসহ অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে রিটেইন করেছে দলটি।
এদিকে, বাংলাদেশ জাতীয় দলের স্কোয়াডেও জায়গা হচ্ছে না সাকিবের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই তিনি। তার নিষিদ্ধ বোলিং অ্যাকশন সংশোধনেও এখন পর্যন্ত সফলতা আসেনি। ফলে ব্যাটিংয়েই তার একমাত্র ভরসা, কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়।
এমএলসির আসন্ন মৌসুমের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। সাকিব সেখানে নতুন কোনো দলে সুযোগ পাবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
Discussion about this post