ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত মাসেই ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান নাইকি জানিয়ে দেয় নতুন করে আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে জার্সি স্পন্সরের চুক্তি করবে না। করোনার কারণে বর্তমান অবস্থা বেশ নাজুক বলে ভারতীয় ক্রিকেট বোর্ডও আর নাইকিকে নতুন করে প্রস্তাব দেয়নি। তবে সংস্থাটি মনে মনে ঠিকই জার্সি স্পন্সর খুঁজছিল। এজন্য আগের থেকে ভিত্তিমূল্যও কমিয়ে দিয়েছিল সংস্থাটি। কিন্তু এখন পর্যন্ত কোন আগ্রহী প্রতিষ্ঠানকেই পায়নি বিরাট কোহলিদের বোর্ড।
এর আগে গত ২০১৬ সাল থেকেই ভারতীয় দলের জার্সি ও পোশাকসামগ্রীর জন্য স্পনসর ছিল নাইকি। তবে এ মাসেই এ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি শেষ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।
আগে প্রতি ম্যাচের জন্য নাইকির কাছ থেকে প্রায় ৮৮ লাখ রুপি করে পেত ভারত। সঙ্গে রয়্যালটি হিসেবে মোট বিক্রিবাট্টার ১৫ শতাংশ পেত বিসিসিআই, বছরে দশ কোটি রুপির মতো। খুব স্বাভাবিকভাবেই করোনার কারণে এত বেশি টাকা দিয়ে নাইকির পক্ষে থাকা সম্ভব নয়। চার বছরে সব মিলিয়ে নাইকির কাছ থেকে ৩৭০ কোটি টাকা পেয়েছে বিসিসিআই। বর্তমান পরিস্থিতিতে যা কল্পনাও করা যায় না। এদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত এক খবর অনুযায়ী, প্রতি ম্যাচের জন্য যারা আগে ৮৫ থেকে ৮৮ লাখ টাকা দাবি করত বোর্ড। কিন্তু এবার প্রায় ৩১ শতাংশ কমিয়ে বিসিসিআই এখন সেই ভিত্তিমূল্য নির্ধারণ করেছিল ৬৫ লাখের মতো। কিন্তু তারপরেও স্পন্সর পাচ্ছে না বিসিসিআই।
চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। কিন্তু এখনও জার্সি স্পন্সর খুঁজে না পাওয়ায় বেশ বিপদেই পড়েছে বিসিসিআই। অনেকেই তাই ধারণা করছেন এবার জার্সিতে কোন স্পন্সরের লোগো ছাড়াই খেলতে হবে বিরাট কোহলিদের।
Discussion about this post