ক্রিকবিডি২৪.রিপোর্ট
করোনার কারণে লম্বা সময় ধরে বন্ধ বাংলাদেশের নারী ক্রিকেট। তবে মঙ্গলবার বিসিবি পরিচালক ও উইমেনস উইং প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটের মধ্যে দিয়ে নভেম্বরে চেনা পরিবেশে ফিরবে মেয়েরা।
নভেম্বর ঘরোয়া লিগের কোন টুর্নামেন্টে (জাতীয় লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগ) প্রতিদ্বন্দ্বিতা করবেন সালমা খাতুন-জাহানারা আলমরা তা নিশ্চিত করতে পারেননি নাদেল,‘ভিন্ন কোনো টুর্নামেন্ট নয়; মেয়েদের প্রচলিত যে দুটি লিগ হয় (জাতীয় লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগ) তার যে কোনো একটি আমরা আয়োজন করব। কোন লিগটা হবে সেটি নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তবে বোর্ডে আমরা আলোচনা করছি নারী ক্রিকেট ফেরানোর। এ ব্যাপারে সবাই ইতিবাচক। নভেম্বরে মেয়েদের ঘরোয়া ক্রিকেট ফিরছে।’
তার আগেই নারী জাতীয় দলের হেড কোচ নিয়োগ দেবে বিসিবি। সরাসরি লিগের খেলা দেখেই কোচ এগিয়ে রাখবেন জাতীয় দল গঠনের কাজ। এ ব্যাপারে উইমেনস উইং প্রধান বলেন, ‘কোচ চূড়ান্ত করা নিয়ে অনেক দিন ধরেই কাজ চলছে। করোনাকালীন সময়ের কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে। শিগগিরই নিয়োগ চূড়ান্ত হবে। হেড কোচ ঘরোয়া লিগ দেখে যেন খেলোয়াড়দের সম্পর্কে ধারণা পান সেটি নিশ্চিত করা হবে।’
শফিউল আলম চৌধুরী আরও জানান, হোড কোচের মতামতের ভিত্তিতে নিয়োগ দেয়া হবে কোচিং স্টাফের বাকি সদস্যদের।
Discussion about this post