ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুক্রবার শেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তারপরই বাংলাদেশের সঙ্গে সফরকারীদের দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ। এই মিশনে নেতৃত্বে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার আগে বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণা করেছে ১৫ সদস্যের টি-টুয়েন্টি দল।
ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে প্রথমবারের মতো দলে নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার যদিও বিপিএলে উইকেট বেশি পাননি। কিন্তু নিয়ন্ত্রিত ও আঁটসাঁট বোলিংয়ে আলোচনায় আসেন। পাওয়ার প্লেতে ও ডেথে পেয়েছেন সাফল্য্ ১৩ ম্যাচে নেন ৬ উইকেট। ওভারপ্রতি রান দেন ৭.২৬।
চোট কাটিয়ে ওয়ানডে সিরিজে জায়গা পেয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এবার টি-টুয়েন্টি দলেও ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার। আর নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে না খেলা মুশফিকুর রহিমও ফিরেছেন দলে। গত বিপিএলটা ব্যাট হাতে ঝড় তুলেন মুশফিক। খুলনা টাইগার্সের হয়ে ১৪ ম্যাচে করেন ৪৯১ রান।
পাকিস্তান সফরের টি-টুয়েন্টি দল থেকে বাদ পড়লেন রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত।
আসছে ৯ ও ১১ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টুয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ টি-টুয়েন্টি দল-
মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নাসুম আহমেদ।
Discussion about this post