ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ছন্দে থাকা বিরাট কোহলি গতকাল রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আরেকটি ফিফটি হাঁকিয়েই নিজের নাম তুললেন নতুন এক রেকর্ডে। ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলতে গিয়ে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাট করে সবচেয়ে বেশি ফিফটির মালিক এখন তিনি।
রাজস্থানের বিপক্ষে ব্যাটিং শুরুটা ধীরগতির হলেও ইনিংসের মাঝপথ থেকে গতি বদলান কোহলি। ৮টি চার ও ২টি ছক্কায় সাজানো এই ইনিংস দলকে এনে দেয় শক্ত ভিত। বেঙ্গালুরু ইনিংস থামে ৫ উইকেটে ২০৫ রানে। কোহলির ইনিংস ছিল রানের গতিপথ পাল্টে দেওয়ার মতো, যেমনটা তিনি বহুবার করে দেখিয়েছেন।
এই ম্যাচে ৫০ রানে পৌঁছেই কোহলি টপকে যান বাবর আজমকে। আগে ব্যাটিং করে বাবরের ৬১ ফিফটির বিপরীতে কোহলির হয়েছে ৬২টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এই ক্ষেত্রে এটিই এখন সর্বোচ্চ। তালিকায় এরপর আছেন টি-টোয়েন্টির ব্যাটিং দানব ক্রিস গেইল (৫৭), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৫৫) ও ইংল্যান্ডের জস বাটলার (৫২)।
সর্বমোট টি-টোয়েন্টি ফিফটির সংখ্যায়ও কোহলি আরেকটি মাইলফলক ছুঁয়েছেন। এই ফরম্যাটে তার এখন ১১১টি ফিফটি। পেছনে ফেলেছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলকে (১১০)। তালিকায় শীর্ষে আছেন ডেভিড ওয়ার্নার, যার ফিফটি সংখ্যা ১১৭।
Discussion about this post