ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে বছর জুড়েই ছিল দুঃসংবাদ! কিছুতেই সুখবর মিলছিলো না। প্রাণঘাতি এই ভাইরাসের কারণে অনেকটা গৃহবন্ধী থাকতে হয়েছে খেলোয়াড়দের। বছরের শেষদিকে খেলায় ফিরলেও থাকতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে। ২০২০ সালের সেই অপ্রাপ্তি, যন্ত্রণা থেকে নতুন বছরে মুক্তি চাইছেন ক্রিকেটাররা।
বাংলাদেশের ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানালেন নতুন বছরকে। করোনামুক্ত পৃথিবী প্রার্থনা করলেন তারা।
বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখলেন, ‘২০২১-কে স্বাগত জানাতে গিয়ে ২০২০ সালকে মনে পড়ে। জানিনা ২০২১-এ কী অপেক্ষা করছে। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন। শুভ হোক সবার জীবনে ২০২১।’
২০২১ সালকে স্বাগত জানিয়ে ফেসবুকে স্ত্রী-সন্তানের ছবি দিয়ে মুশফিকুর রহিম জানালেন শুভেচ্ছা। এই তারকা ক্রিকেটার লিখেছেন, ‘আরো একটা বছর চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ও সুস্বাস্থ্যে রেখেছেন। আমরা জানি, ২০২০ সাল অনেকেরই চরম দুর্দশায় কেটেছে। একই সঙ্গে বছরটা আমাদের শিখিয়েছে জীবনের অনেক ছোট ব্যাপারে নতুন করে চিন্তা করতে, যেগুলো আমরা হয়তো চিন্তাই করতাম না।’
স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে ছবিতে নতুন বছরকে স্বাগত জানালেন তামিম ইকবাল। লিখেছেন, ‘স্রষ্টার আশিস সবসময় আপনাদের সঙ্গে থাকুক। নতুন বছর হোক সুস্বাস্থ্যময় ও সমৃদ্ধিশালী।’
স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তার ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘২০২০ সাল আমাদের সবার জন্যই ছিল অনেক কঠিন, ক্রিকেটের জন্যও ছিল বাজে এক বছর। বছরটি ছিল কেবল টিকে থাকার, আমাদের বেশি কিছু করার ছিল না। এবার তাই প্রার্থনা করছি ২০২১ সাল আমাদের সবার জন্য নিরাপদ, স্থিতিশীল ও ও সুখময় হোক। দারুণ এক বছর কাটুক সবার।’
রাজধানীতে বাসার ছাদে ফানুশ উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তাসকিন আহমেদ। টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘নতুন বছর হোক আনন্দ ও ইতিবাচকতায় পূর্ণ। শুভ নববর্ষ।’
তারকা পেসার রুবেল হোসেন নতুন বছরের শুভেচ্ছায় লিখলেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। করোনা-মুক্ত একটি সুন্দর পৃথিবীর অপেক্ষায়। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, তিনি যেন প্রতিটি মানুষকে সুখে শান্তিতে রাখেন।’
ভক্তদের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া্ও। তিনি ফেসবুকে লিখলেন, ‘করোনাভাইরাসের কারণে ৩০০ বছর পরও সবাই ২০২০ সালকে নিয়ে কথা বলবে। আশা করছি ২০২১ সবকিছুই আবার নরমাল হবে। জীবন ও ফুটবল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। সবার প্রতি ভালোবাসা। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।’
Discussion about this post