নতুন বছরের প্রথম দিনই ব্যস্ততা শুরু হয়ে যাবে বাংলাদেশের। ২০২২ সালের ১ জানুয়ারি শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। পরেরটি ৯ জানুয়ারি। এই মিশনে এরইমধ্যে তাসমান পাড়ের দেশটিতে পা রেখেছে মুমিনুল হকের দল। এই মিশন শেষ করে টাইগাররা দিন কয়েকের বিশ্রাম পাবে। কারণ দেশে ফিরতেই শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
তারপরই আসছে বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। যেখানে স্বাগতিকদের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবে তারা।
২০২২ ও ২০২৩ সালে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তার মধ্যে আছে আইসিসি ও এসিসি ইভেন্টও। সব মিলিয়ে আগামী দুই বছরে ৩৭ ওয়ানডে, ১২ টি-টুয়েন্টি ও ৩ টেস্ট খেলবে আফগানরা। তার অংশ হিসেবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে তারা। ২০ ফেব্রুয়ারি অব্দি চলবে বিপিএল। এরপর আফগানিস্তান সিরিজ। ২০১৯ সালে বাংলাদেশ সফরে আসে আফগানিস্তান। ফের তারা আসছে ঢাকায়।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের ম্যাচের অংশ হিসেবে আফগানদের সঙ্গে লড়াই। ওয়ানডে সুপার লিগে ১২ ম্যাচে ৮ জয়ে বাংলাদেশ অর্জন করেছে ৮০ পয়েন্ট।
Discussion about this post