গত দুই বছর ধরে রীতিমতো হাওয়ায় উড়ছিল বাংলাদেশ। দেশের মাটিতে ছিল দারুণ দাপট। কিন্তু বিদেশে পুর্নাঙ্গ সিরিজ খেলতে গিয়ে বাস্তবতার জমিনে নেমে এসেছে টাইগাররা। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি বড় হার।
ক্রাইস্টচার্চ, নেলসন আর নেপিয়ারের সেই দুঃসপ্ন পেছেন ফেলে এবার নতুন আরেক শহরে বাংলাদেশ ক্রিকেট দল।। মাশরাফি বিন মর্তুজার দল এখন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের শহরে।
বুধবার নেপিয়ার ছেড়ে টাইগাররা চলে গেছে তাওরাঙ্গায়। বিকেল ৫টার দিকে শহরে পৌঁছে মাশরাফি তার দল নিয়ে যান ট্রিনিটি হোয়ার্ফ হোটেলে। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের বাকী দুই টি-টুয়েন্টি ম্যাচ এখানেই অনুষ্ঠিত হবে। যার একটি ৬ জানুয়ারি। অন্যটি তার দু’দিন পর।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ম্যাচের আগে টাইগারদের করতে হল ২৯০ কিলোমিটার ভ্রমন। তাইতো বুধবার বিশ্রামেই কেটেছে সময়। বৃহস্পতিবার মুস্তাফিজরা নেমে পড়বেন অনুশীলনে।
তার আগে দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ গনমাধ্যমকে বলেন, ‘এখানকার কন্ডিশন বেশ কঠিন। তারপরও প্রতিটি ম্যাচে আমরা ম্যাচে কিউইদের খুব কাছাকাছি চলে যাচ্ছি। এশেষ পর্যন্ত যদিও সুযোগকে কাজে লাগাতে পারছি না। এই পরিস্থিতি কাটিয়ে জিততে হবে।’
মাহমুদুল্লাহর বিশ্বাস পথ খুঁজে পাবেই বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টুয়েন্টির হাফসেঞ্চুরিয়ান জানালেন, ‘আগের ম্যাচগুলোতে যে ছোট ছোট ভুল করেছি তা কাটিয়ে উঠতে পারলে জয় ধরা দেবেই। লড়তে আমরা প্রস্তুত।’
দুঃসময় কাটিয়ে বাংলাদেশ পথে ফিরবে, এমনটাই চাইছেন ক্রিকেটপ্রেমীরা।
Discussion about this post