শেষ পর্যন্ত টেস্টে নতুন এক অধিনায়কই খুঁজে নিয়েছে বাংলাদেশ। চোটের কারণে নেই বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। টেস্ট দলের সহ–অধিনায়ক লিটন দাস ছুটি নিয়েছেন এক মাস। এ অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
শনিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেছেন, ‘দেখুন, লিটন দাস এক মাসের জন্য ছুটি চেয়েছে। সামনের দুটি টেস্ট সে খেলবে না। সে পরিবারকে সময় দিতে চাচ্ছে। আমরা প্রথম টেস্টটা খেলতে বলেছিলাম। কিন্তু সে বারবার চাপ দিচ্ছিল। তাই ছুটি দিয়েছি। সামনের দুটি টেস্টে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক।’
ভারত থেকে বিশ্বকাপ থেকে ফিরেই এক মাসের জন্য ছুটির আবেদন জমা দেন লিটন দাস। কারণ হিসেবে জানান স্ত্রী ও নবজাতক সন্তানকে পরিপূর্ণভাবে এক মাস সময় দিতে চান তিনি। জালাল বলেন, ‘সে বলেছে এই একটা মাস চায় এক্সক্লুসিভলি পরিবারকে সময় দিতে। আমরা বলেছি ঠিক আছে। আমরা যদি বলি, ‘তোমার খেলতে হবে’। কোনো খেলোয়াড়কে তো জোর করে খেলানো যাবে না। আমরা বলেছিলাম তুমি প্রথম টেস্ট খেলো না, দ্বিতীয় টেস্টটা খেলো। সে বলেছে নতুন সন্তান ও স্ত্রীর পাশে থাকতে চায়। যখন বারে বারে বলছিল তখন বলেছি ঠিক আছে। আজই সিদ্ধান্ত নিয়েছি তার ছুটির আবেদন আমরা গ্রহণ করব।’
এদিকে শনিবারই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট দলে ডাক পেয়েছেন এক নতুন মুখ হাসান মুরাদ। এ ছাড়াও দলে ডাক পান রঙিন পোশাকে আলো ছড়ানো পেসার হাসান মাহমুদ ও শাহাদাত হোসেন দিপু। তিনজনই আছেন অভিষেকের অপেক্ষায় আছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।
বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।
Discussion about this post